Child Death in Rajarhat: মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলেন কাকিমা, মৃত্যু দুধের শিশুর
Child Death in Rajarhat: পরিবার সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরেই। তার জেরেই ছুড়ে ফেলা হয় ওই শিশুকে।
রাজারহাট: পারিবারিক অশান্তির শিকার হল এক দুধের শিশু। মায়ের কোল থেকে নিয়ে আট মাসের ওই শিশুকন্যাকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। প্রাথমিকভাবে শিশু সুস্থ থাকলেও শনিবার সকালে মৃত্যু হয়েছে ওই শিশুকন্যার। এ দিন সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজারহাটের রাইগাছি এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। ইতিমধ্যেই চার জনকে আটক করা হয়েছে।
পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, শুক্রবার রাতে অশান্তি চরমে পৌঁছেছিল। দুই জা-এর মধ্যে শুরু হয় বচসা। তারই মাঝে শিশুকে টেনে ফেলে দেয় তারই কাকিমা। আট মাসের মেয়ে তারস্বরে চীৎকার করে কাঁদতে শুরু করে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে শিশুকে কোলে তুলে নিয়ে যায় তার মা। রাতে আর তেমন অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। অনেক রাত পর্যন্ত ওই শিশু খেলাধূলা করে, দুধ খায়। বাবা-মাও তেমন কিছু বুঝতে পারেনি। কিন্তু শনিবার সকালে দেখা যায় শিশু অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।
এলাকার বাসিন্দারা বলছেন, অশান্তি নতুন নয়। কী নিয়ে অশান্তি তা জানা না গেলেও, এটুকু জানা যাচ্ছে যে, ঝগড়া- বিবাদ লেগে থাকত প্রায়ই। বছর দেড়েক হল ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয় ওই পরিবার। শিশুর বাবাকে এলাকার লোকজন মুন্না নামেই চেনে। যে বাড়িতে তাঁরা ভাড়ায় থাকেন, সেখানকার বাড়িওয়ালার কাছেই মুন্না কাজ করেন।
মহম্মদ আলি নামে ওই বাড়িওয়ালা জানান, শিশুর মায়ের সঙ্গে শিশুর কাকা ও কাকিমার ঝামেলা ছিল। তার জেরেই অশান্তি চলছিল। তবে এ ভাবে এক শিশুর মৃত্যু হতে পারে এমনটাও কল্পনা করতে পারেননি প্রতিবেশীরা। শুক্রবার রাতে যখন ঘটনাটা ঘটে, তখন সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। এক মহিলা জানান, তাঁরা আচমকাই দেখেন শিশুকে ছুড়ে ফেলে দেওয়া হয়। সবাই ছুটে যান তখন। কিন্তু শিশুর কোথায় আঘাত লেগেছে তা প্রাথমিকভাবে বোঝা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।