কলকাতা: রাষ্ট্রপতি ভবনে মন্ত্রী হিসাবে শপথ নিলেন বাংলার দুই সাংসদ। একদিকে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। একজন সাদা ধুতি পাঞ্জাবি, অন্যজন শপথ নিলেন সাদা পায়জামা পাঞ্জাবিতে। বাঙালিয়ানায় ভরপুর বাংলার দুই কেন্দ্রীয় বাঙালি মন্ত্রী।
এই ধরনের অনুষ্ঠানে আঞ্চলিক প্রতিনিধিত্বের একটা ছোঁয়া থাকেই। ধুতি পাঞ্জাবি সেক্ষেত্রে বাঙালির একেবারে নিজস্ব পোশাক। রবিবার বালুরঘাটের সাংসদকে রাইসিনা হিলসে বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে সেই পোশাকেই দেখল গোটা দেশ।
শান্তনু ঠাকুর এর আগে জাহাজ প্রতিমন্ত্রী থেকেছেন। তবে সুকান্তর কেন্দ্রীয় মন্ত্রী হওয়া দ্বিতীয়বার। স্বাভাবিকভাবেই তাঁকে কোন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয় সেদিকেই সকলের নজর।
#WATCH | BJP leader Dr. Sukanta Majumdar sworn-in as Union Minister in the Prime Minister Narendra Modi-led NDA government pic.twitter.com/kBbFSrTNCx
— ANI (@ANI) June 9, 2024
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ মোট ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এরমধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী, ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হবে। তবে কে কোন মন্ত্রকের দায়িত্ব নিচ্ছেন তা এখনও বণ্টন হয়নি।