কলকাতা: বাড়িতে অতিথি এসেছিলেন, এদিকে নীচে বাড়ির কোণায় আসর বসিয়েছিলেন এক দল যুবক। মদ্যপান তো চলছিলই, সঙ্গে অশ্লীলগালিগালাজ। তাতে বিরক্ত হয়েছিলেন বাড়িরমালিক। নীচে কথা বলতে এসেছিলেন। কিন্তু তাতে বাড়ে তর্কাতর্কি। সেই ঝামেলায় জড়িয়ে পড়েন গৃহকর্তার বাড়িতে আসা অতিথিও। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তখন আর কেবল অশান্তিই নয়, হাতাহাতিও শুরু হয়ে যায়। অতঃপর অস্বাভাবিক মৃত্যু! শনিবার রাতে বড়বাজার এলাকায় ছড়াল চাঞ্চল্য।
মদ খাওয়াকে কেন্দ্র করে বচসা। তার থেকে হাতাহাতি। এক জনের মৃত্যু পর্যন্ত হয় অশান্তিতে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বড়বাজার থানা এলাকায় জেশপ বিল্ডিংয় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে জেশপ বিল্ডিংয়ের পাশের বাড়িতে একদল বসে মদ্যপান করছিলেন। তার প্রতিবাদ করে বাড়ির লোকজন। ঘটনাচক্রে শনিবারই ওই বাড়িতে এসেছিলেন একজন অতিথি। তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মদ্যপরা। পুলিশ গিয়ে দু’পক্ষের মধ্যে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানায় কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। পুলিশ চলে যাওয়ার পরে মদ্যপদের একজনের মৃত্যু হয়। এবার এই বিষয়টি নিয়ে ধন্দ তৈরি হয়।
ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। আপাতত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসলে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। তদন্তকারীরা বাড়ি সদস্য ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে কোনও ‘ক্লু’ পাওয়ার চেষ্টা করছেন।