কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে জোর ধাক্কা খেল বসিরহাট জেলা পুলিশ। আইন না মেনে গ্রেফতার করায় দুই অভিযুক্তকে জামিন দিলেন বসিরহাট এসিজেএম। সেই সঙ্গে সাতদিনের মধ্যে জেলা পুলিশ সুপারের কাছে কেন এমন ঘটল তা জানতে চাইল আদালত।
সন্দেশখালির রাজবাড়ি এলাকায় গন্ডগোলের ঘটনায় হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে গ্রেফতার। ন্যাজাট থানার ওসিকে তলব করেন বসিরহাট আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এসিজেএম (ACJM)। শুক্রবার আদালতে হাজিরা দেন ওসি। সপ্তম দফার ভোটের দিন রাজবাড়িতে গোলমাল হয়। সেই ঘটনায় গ্রেফতার করা হয় দু’জনকে। ধৃতদের আইনজীবীদের দাবি, দু’জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে কীভাবে গ্রেফতার করা হল, তা জানতে ন্যাজাট থানার ওসিকে তলব করা হয়। তলব পেয়ে আদালতে হাজিরও হন ন্যাজাট থানার ওসি। আদালত জানতে চায়, ‘হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে কীভাবে গ্রেফতার করা হল? এ নিয়ে আপনার কী ব্যাখ্যা? আপনারা অভিযুক্তকে কীভাবে কোর্টে পাঠালেন? কেস ডায়েরিতে হাইকোর্টের নির্দেশ নেই? কেস ডায়েরি এনেছেন?’
ওসিকে তীব্র ভর্ৎসনা করে বসিরহাটের এসিজেএম বলেন, ‘আপনি এবং আপনার তদন্তকারী অফিসার ব্যাখ্যা দিন এর। আপনাকে সদুত্তর দিতে হবে।’ সরকারি আইনজীবীও বলেন, ‘আমার কিছু বলার নেই।’
আইনজীবী বিকাশ ঘোষ বলেন, ‘২৬১ নম্বর কেসে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। তাতেও অভিযুক্তকে গ্রেফতার করে নিয়েছে। তাই ওসিকে ডেকে পাঠিয়েছেন। এসিজেএম জানতে চাইলেন, ব্যাখ্যা দিন স্টে অর্ডার থাকার পরও কেন ধরলেন? উনি লিখিত দেবেন।’ বিবাদীপক্ষের আইনজীবী প্রীতম মণ্ডল বলেন, “ন্যাজাট ওসিকে লিখিত জানাতে হবে কেন হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে এই গ্রেফতার করলেন।”