Kolkata Uttar: এত অভিমান! সুদীপের জয়ের পর কেন পদত্যাগ করতে চান কলকাতার এই কাউন্সিলর

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 07, 2024 | 7:05 PM

Kolkata Uttar: বিজয় উপাধ্যায়কে অনেকেউ সুদীপ বিরোধী নেতা বলে উল্লেখ করে থাকেন। কুণাল ঘোষের মন্তব্যে যখন ভোটের আগে বিতর্ক তৈরি হয়েছিল, সেই সময় এই বিজয় উপাধ্যায়ও সুদীপের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। পরে মেয়র ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Kolkata Uttar: এত অভিমান! সুদীপের জয়ের পর কেন পদত্যাগ করতে চান কলকাতার এই কাউন্সিলর
পদত্যাগ করতে চান কাউন্সিলর

Follow Us

কলকাতা: ভোট মিটেছে। ফলাফলও প্রকাশ হয়েছে। তবে মান-অভিমানের পালা চলছে এখনও। কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হওয়ার পর আজ শুক্রবারই হঠাৎ পদত্যাদের ইচ্ছা প্রকাশ করলেন কলকাতা পুরনিগমের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। কলকাতার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়কে চিঠি লিখে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি। তাঁর আশা, ওই পদত্যাগের সিদ্ধান্ত মেনে নেবেন মেয়র। কিন্তু কেন এমন করলেন?

বিজয় উপাধ্যায়ের ওয়ার্ডে খুব বেশি ভোটের লিড পাননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাত্র ২৬০টি ভোট বেশি পেয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়ের থেকে। তারপরই এই সিদ্ধান্ত। তাঁর দাবি, ভোটারদের ওপর অভিমান হয়েছে, তাই পদ ছেড়ে দিতে চাইছেন তিনি।

ওই কাউন্সিলর বলেন, “হাত জোড় করে নিজে আবেদন করলাম ভোটারদের কাছে। বললাম আমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। কিন্তু মাত্রা ২৬০ ভোটের লিজ হল। ভোটারদের জন্যই অভিমান হয়েছে। তারা আমার কথা রাখেনি।”

উল্লেখ্য়, বিজয় উপাধ্যায়কে অনেকেউ সুদীপ বিরোধী নেতা বলে উল্লেখ করে থাকেন। কুণাল ঘোষের মন্তব্যে যখন ভোটের আগে বিতর্ক তৈরি হয়েছিল, সেই সময় এই বিজয় উপাধ্যায়ও সুদীপের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। পরে মেয়র ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তাপস রায়কে ৯২ হাজার ৫৬০ ভোটে হারিয়েছেন সুদীপ। তিনি পেয়েছেন ৪ লক্ষ ৫৪ হাজার ৬৯৬ ভোট। অন্যদিকে তাপস পেয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ১৩৬ ভোট।

Next Article