কলকাতা : তৃণমূল আইএসএফের ঝামেলায় এদিন দিনভর উত্তপ্ত থাকল ভাঙড়। যার রেশ এসে পড়ল এবার কলকাতাতেও। ধর্মতলায় পথ অবরোধে সামিল হতে দেখা গেল আইএসএফের কর্মী সমর্থকদের। এদিনই আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল দলের তরফে। অভিযোগ, সেই কর্মসূচিতে আসতে আইএসএফ কর্মীদের বাধা দেয় তৃণমূল। যদিও তৃণমূলের পাল্টা দাবি তাঁদের তিনটি পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছেন আইএসএফ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। যার রেশ এসে পড়ল ধর্মতলায়।