Behala news: বেহালায় হাড়হিম ঘটনা, মদের ভাগাভাগি নিয়ে গন্ডগোল, বন্ধু ও তাঁর বাবার হাতে খুন বাপি
Behala:অভিযোগ, সকাল নাগাদ বাপির সঙ্গে দীপু জানা নামে এক বন্ধু ঝামেলা শুরু হয়। সেই বচসাই গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেই সময় দীপু তাঁর বাবা কৃষ্ণ জানাকে ডেকে আনেন। এরপর অভিযুক্ত ও তাঁর বাবা বাপিকে টানতে-টানতে নিয়ে চলে আসে মার্কেটের ভিতর।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেহালা সখেরবাজারে। রবিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বাপি অধিকারী। জানা গিয়েছে, এই বাপি সহ চার বন্ধু মিলে মদ্যপান করছিলেন সখেরবাজারে একদম ডায়মন্ড হারবার রোডের পাশে।
অভিযোগ, সকাল নাগাদ বাপির সঙ্গে দীপু জানা নামে এক বন্ধু ঝামেলা শুরু হয়। মদের টাকার ভাগাভাগি নিয়ে সেই বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেই সময় দীপু তাঁর বাবা কৃষ্ণ জানাকে ডেকে আনেন। এরপর অভিযুক্ত ও তাঁর বাবা বাপিকে টানতে-টানতে নিয়ে চলে আসে মার্কেটের ভিতর। সেখানেও বেধড়ক মারে তাঁকে। অভিযোগ, তখনই মৃত্যু হয় বাপির।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা ঠাকুরপুকুর থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে রেখেছেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছয় হোমিসাইডও। আজ অভিযুক্তদের তোলা হবে আদালতে। তবে এই ঘটনায় এখনও কারও প্রতিক্রিয়া মেলেনি।

