Bengal BJP: ‘পরাজয় হয়েছে তাতে কী! থাকতে হবে কর্মীদের পাশে’, বার্তা বিজেপির বৈঠকে

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Jun 15, 2024 | 10:11 PM

Bengal BJP: লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে জেলায় জেলায় বিজেপি কর্মী-সমর্থকরা গোলমাল ও অশান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠে আসছে। দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে বার্তা দেওয়া হয়েছে ভোট পরবর্তী অশান্তির পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে হবে প্রার্থীদের। পরাজয় হয়েছে তো কী হয়েছে? কর্মীদের পাশে থাকতে হবে।

Bengal BJP: পরাজয় হয়েছে তাতে কী! থাকতে হবে কর্মীদের পাশে, বার্তা বিজেপির বৈঠকে
বিজেপির পতাকা (ফাইল চিত্র)

Follow Us

কলকাতা: লোকসভা ভোটে বাংলা থেকে আসন কমেছে বিজেপির। জেতা আসন হাতছাড়া হয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর চর্চা চলছে। এসবের মধ্যেই ভোট পরবর্তী সময়ে শনিবার সন্ধেয় প্রথম বড় বৈঠকে বসলেন বঙ্গ বিজেপির নেতারা। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন না বৈঠকে। তিনি আজ ছিলেন কোচবিহারে। এসবের মধ্যেই শনিবার সান্ধ্য-বৈঠকে বসলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালরা।

কী নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে? শুধুই কি উপনির্বাচনের প্রার্থী বাছাই? নাকি লোকসভা ভোটের ফলাফল নিয়েও পর্যালোচনায় বসবেন বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা? ভোট পরবর্তী অশান্তির অভিযোগের বা কী পদক্ষেপ হবে বিজেপির? সেদিকে নজর ছিল সকলের। তবে বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে আজও নিরুত্তর রইলেন দিলীপ ঘোষ। বৈঠক শেষে বেরিয়ে ক্যামেরার সামনে কোনও কথাই বললেন না। লকেট অবশ্য জানালেন, সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল নিয়ে কোনও আলোচনাই হয়নি আজকের সান্ধ্য-বৈঠকে। তিনি বলেন, ‘এই বিষয় নিয়ে এত কম সময়ের মধ্যে আলোচনা হয় না। এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে, ভবিষ্যতে নিশ্চয়ই আলোচনা হবে।’

লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে জেলায় জেলায় বিজেপি কর্মী-সমর্থকরা গোলমাল ও অশান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠে আসছে। দলীয় সূত্রে খবর, এদিনের বৈঠকে বার্তা দেওয়া হয়েছে ভোট পরবর্তী অশান্তির পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে হবে প্রার্থীদের। পরাজয় হয়েছে তো কী হয়েছে? কর্মীদের পাশে থাকতে হবে।

পাশাপাশি আসন্ন বিধানসভা উপনির্বাচনের প্রার্থী নিয়েও বিস্তর আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ – চার বিধানসভা কেন্দ্রে সামনেই উপনির্বাচন রয়েছে। কোন কেন্দ্রে থেকে কাকে প্রার্থী করা হবে, সেই সম্ভব্য তালিকা প্রস্তুত করা হয়েছে এদিনের বৈঠকে। প্রতিটি কেন্দ্র থেকে তিনজন করে বাছাই করা হয়েছে সম্ভব্য প্রার্থী হিসেবে। বৈঠক শেষে অগ্নিমিত্রা পল জানিয়েছেন, প্রতিটি কেন্দ্র থেকে সম্ভব্য প্রার্থী হিসেবে তিন জন করে বাছাই করা হয়েছে এবং সেই প্রস্তাবিত তালিকা দিল্লিতে পাঠানো হচ্ছে।

Next Article