কলকাতা: একের পর এক দুর্নীতির অভিযোগ। একাধিক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ। তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তৃতীয় দফায় কেন্দ্রে এনডিএ সরকার গঠনের পরই মিড ডে মিল নিয়ে দুর্নীতির তদন্তে নজর দিলেন শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মিড ডে মিলের তদন্ত কতদূর এগিয়েছে, সিবিআইয়ের কাছে তা জানতে চাওয়ার জন্য নিজের মন্ত্রকের আধিকারিকদের নির্দেশ দিলেন।
মিড ডি মিলে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে অনেকদিন ধরেই সরব বিজেপি। গত বছরের নভেম্বরে এই নিয়ে সরব হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর লোকসভায় তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (সদ্য গঠিত মোদীর মন্ত্রিসভায় এবারও শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন) অভিযোগ করেছিলেন, বাংলায় মিড ডে মিলে চার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকার এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে বলে সংসদে জানান তিনি। শিক্ষা মন্ত্রকের তৎকালীন প্রতিমন্ত্রী সুভাষ সরকারও মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন। তবে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই নিয়ে কটাক্ষ করেন বিজেপিকে।
মোদী সরকারের তৃতীয় দফায় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত। দায়িত্ব নিয়েই বাংলায় মিড ডে মিলের দুর্নীতির অভিযোগের তদন্তের বিষয়ে তৎপর হলেন তিনি। জানা গিয়েছে, সিবিআইকে চিঠি লেখার জন্য শিক্ষা মন্ত্রকের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সুকান্ত। মিড ডে মিলে দুর্নীতির তদন্তের স্ট্যাটাস কী, জানতে চাইতে বলেছেন আধিকারিকদের।
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে অনেকদিন ধরেই সরব বিরোধীরা। লোকসভা ভোটের প্রচারে দুর্নীতি ইস্যুতে ঘাসফুল শিবিরকে লাগাতার বিঁধেছেন বিজেপি নেতারা। নরেন্দ্র মোদী, অমিত শাহরা রাজ্যে প্রচারে এসে এই ইস্যুতে সরব হয়েছেন। লোকসভা ভোটের ফল বেরিয়েছেন চলতি মাসের ৪ জুন। এ রাজ্যে ১২টি আসন পেয়েছে বিজেপি। ২৯টি আসনে জিতেছে রাজ্যের শাসকদল তৃণমূল। আর কংগ্রেস পেয়েছে ১টি আসন। বিজেপির নেতৃত্বে এনডিএ ফের কেন্দ্রে সরকার গঠন করেছে। ৯ জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর রাজ্য থেকে বিজেপির দুই সাংসদ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হয়েছেন। শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী হওয়ার পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত। আর বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর হয়েছেন বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী। মিড ডে মিলের দুর্নীতির তদন্ত নিয়ে সুকান্ত তৎপর হওয়ার পর রাজ্যের শাসকদল কী বলে, সেটাই এখন দেখার।