পরিবর্তন যাত্রায় তৃণমূলের বিরুদ্ধে ‘হামলার’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রক ও কমিশনে চিঠি বিজেপির

ঋদ্ধীশ দত্ত |

Feb 21, 2021 | 1:56 AM

শনিবার বসিরহাটের মিনাখাঁয় 'পরিবর্তন যাত্রার' (Parivartan Yatra) ট্যাবলোয় তৃণমূলের (TMC) বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোজা স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry-HM) ও নির্বাচন কমিশনকে (Election Commission-EC) চিঠি দিল বঙ্গ বিজেপি (Bengal BJP)

পরিবর্তন যাত্রায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রক ও কমিশনে চিঠি বিজেপির
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। ফলে আর্দশ আচরণবিধি এখনও কার্যকর হয়নি রাজ্যে। তবে শনিবার বসিরহাটের মিনাখাঁয় ‘পরিবর্তন যাত্রার’ (Parivartan Yatra) ট্যাবলোয় তৃণমূলের (TMC) বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোজা স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry-HM) ও নির্বাচন কমিশনকে (Election Commission-EC) চিঠি দিল বঙ্গ বিজেপি (Bengal BJP)। মুরলীধর সেন লেন থেকে এই চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, বসিরহাটে শান্তিপূর্ণ রথযাত্রার সময় আচমকাই তাতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হামলা চালায়। অনবরত বোমা, ইট ছোড়া হয় বলেও দাবি। প্রসঙ্গত, বিজেপির এই রথ যাত্রায় যখন হামলা হয় বলে অভিযোগ, তখন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সেখানে উপস্থিত ছিলেন। হামলায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলেও দাবি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই দুষ্কৃীতের বিরুদ্ধে যাতে স্বরাষ্ট্রমন্ত্রক পদক্ষেপ করে, সেই আবেদন জানানো হয়েছে চিঠিতে।

একই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনেও। সেখানে চিঠির শেষে আবেদন স্বরূপ জুড়ে দেওয়া হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে যেন সৎ আধিকারিকদের নির্বাচন পরিচালনার পদে নিয়োগ করা হয়।

প্রসঙ্গত, এ দিন বসিরহাট মহকুমার মিনাখাঁ থানায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে পরিবর্তন যাত্রার ট্যাবলো বাসন্তী হাইওয়ে হয়ে বসিরহাটের দিকে যাচ্ছিল। মালঞ্চ বাজারের কাছে আচমকা সেই ট্যাবলোর উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। আহত হন এক বিজেপি কর্মী। অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এক বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার পর পাল্টা হামলা হয় তৃণমূলের উপর। তৃণমূলের এক পার্টি অফিসে ভাঙচুর চলে বলে অভিযোগ। তাতে বেশ কয়েকজন আহত হন বলে খবর।

আরও পড়ুন: ধুঁকছে কংগ্রেসের কোষাগার, পাঁচ রাজ্যে নির্বাচনে লড়ার খরচ জোগানে হিমশিম

এ দিকে হামলার অভিযোগে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী রয়েছে। বিজেপির অভিযোগ, এভাবেই গণতন্ত্রকে আঘাত করছে তৃণমূল। বারবার বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। এদিন ট্যাবলো ছাড়াও বেশ কয়েকচটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, তাঁদের তিন চারজন কর্মী আহত হয়েছেন, একজন নিখোঁজ।

আরও পড়ুন: ‘সদর্থক’ আলোচনা সত্ত্বেও জোটের বৃত্ত অধরাই, ফের আলোচনা চান সিদ্দিকিরা

Next Article