AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress: সালারের একাধিক বুথে আবার ভোট চাইছে কংগ্রেস

Congress: কংগ্রেসের প্রতিনিধি দলের দাবি, "মানুষ যাতে আবার ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। ওই আইসিকে রেখে নির্বাচন করা সম্ভব নয়। তাই তাঁকে সরিয়ে দিতে হবে, আমরা সেই দাবি জানিয়েছি।" কমিশন তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছে বলেই জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। পুনর্নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই করাতে হবে বলেও দাবি কংগ্রেসের।

Congress: সালারের একাধিক বুথে আবার ভোট চাইছে কংগ্রেস
জাতীয় নির্বাচন কমিশনImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: May 16, 2024 | 10:20 PM
Share

কলকাতা: চার দফার ভোট শেষে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস। বহরমপুরের সালারের একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার কংগ্রেসের তিনজনের প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন।

প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ। তিনি বলেন, “আমরা প্রথম থেকেই সন্দেহ করেছি সালারে একাধিক বুথে ছাপ্পা হবে। ১৫৫, ১৫৬, ১৫৭, ১৭১, ১৭২ নম্বর বুথে গণতন্ত্রকে ধর্ষণ করা হয়েছে। আমরা এই সমস্ত বুথে রিপোল চেয়েছি।” কংগ্রেসের দাবি, ভরতপুরের আইসি শাসকদলের সঙ্গে পক্ষপাতিত্ব করেছেন।

কংগ্রেসের প্রতিনিধি দলের দাবি, “মানুষ যাতে আবার ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। ওই আইসিকে রেখে নির্বাচন করা সম্ভব নয়। তাই তাঁকে সরিয়ে দিতে হবে, আমরা সেই দাবি জানিয়েছি।” কমিশন তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছে বলেই জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। পুনর্নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়েই করাতে হবে বলেও দাবি কংগ্রেসের।

প্রসঙ্গত, গত ১৩ মে বহরমপুরে ভোটের দিন এখানকার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীও দাবি করেছিলেন, সালারের বেশ কয়েকটি জায়গায় ঝামেলা হচ্ছে। অধীরের বক্তব্য ছিল, “বড়ঞা, সালার, বহরমপুরের কিছু জায়গায় স্থানীয় পুলিশ প্রশাসন তৃণমূলকে মদত দেওয়ার চেষ্টা করছে। তবে কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের সাহায্য পাচ্ছি। সালারে কিছু এলাকায় সন্ত্রাস হচ্ছে, আমাদের এজেন্ট ঢুকতে পারেনি। নির্বাচন কমিশনকে বলেছি। কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে বলে ভোটটা হচ্ছে।”