কলকাতা: ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের কাজে লাগাতে পারে রাজ্য সরকার। এই নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হল বঙ্গ বিজেপি (Bengal BJP)। সূত্রের খবর, চুক্তিভিত্তিক কর্মী বা কন্ট্রাক্টচুয়াল কর্মীদের ভোটের (West Bengal Assembly Election 2021) কাজে ব্যবহার করা নিয়ে আপত্তি রয়েছে গেরুয়া শিবিরের। সেই নিয়ে অসন্তোষ জানিয়ে এ দিন নির্বাচন কমিশনে গিয়ে চিঠি দিয়ে আসেন বঙ্গ বিজেপি নেতারা।
যেহেতু চুক্তিভিত্তিক কর্মীরা সরকারি কর্মচারি নন, সে ক্ষেত্রে তাঁদের কাউকে জবাবদিহিও করার থাকে না। ভোট প্রক্রিয়ায় কোনও ধরনের ভুল যদি হয়ে যায় তা শোধরানোর উপায় থাকবে না, এমনটাই যুক্তি দেওয়া হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও বিজেপি নেতা শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এ দিন নিজেদের দাবির কথা জানিয়ে যান।
বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি ঠিকই। তবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আসন্ন ভোটের উত্তাপ বেশ টের পাইয়ে দিচ্ছে। সেই সূত্র ধরেই নির্বাচন কমিশনে বিজেপির দাবি, রাজ্যে যে স্পর্শকাতর বা অতিস্পর্শকাতর এলাকাগুলি রয়েছে, সেখানে আধাসেনা টহল দিচ্ছে না। সেই এলাকাগুলিতে যাতে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা বাড়ে সেদিকে কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে বিজেপি।
আরও পড়ুন: দমদমে বিজেপির চা-চক্রে হামলা, গুরুতর জখম চার
কমিশনের মুখ্য আধিকারিকে দেওয়া চিঠিতে বিজেপির আরও দাবি, পোস্টাল ব্যালট যাতে সার্বিক সুরক্ষা পায় থাকে তার ব্যবস্থা করতে হবে। যে বাক্সে পোস্টাল ব্যালট নিয়ে যাওয়া হয়, সেগুলি আঁটোসাঁটোভাবে রাখতে হবে হবে। নিরাপত্তার ব্যবস্থা করতে হবে অটুট। এর পাশাপাশি ভোটের কথা মাথায় রেখে সর্বদল বৈঠকও ডাকার আবেদন জানানো হয়েছে কমিশনে।
আরও পড়ুন: পামেলা মাদকাসক্ত জানিয়ে আগেই লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন নেত্রীর বাবা