কলকাতা: অপেক্ষা আর ১২ ঘণ্টার। আগামী ৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ মুখ্যমন্ত্রীর পদে থাকতে পারবেন কি না, তার ভাগ্য নির্ধারণ শুরু হয়ে যাবে। রবিবার ঘড়ির কাঁটা সকাল ৮ টা ছুঁলেই ভবানীপুর উপনির্বাচনের ভোটগণনা শুরু হবে। সেই সঙ্গে জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিধানসভা ভোটের গণনাও হবে। সবার প্রথম ব্যালটের ভোট গোনা হবে। এরপর ইভিএম ও সবশেষে ভিভিপ্যাটের ৫ শতাংশ ভোট গণনা হবে। বিধানসভা নির্বাচনের মতো এই নির্বাচন নিয়ে ততটা উচ্ছাস বা উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যে দেখা যায়নি। তবে আগামিকাল সকাল থেকেই গোটা রাজ্যবাসীর নজর যে ভোটগণনার দিকেই থাকবে, তা চোখ বন্ধ করেই বলে রাখা যায়।
সকাল ৬ টা থেকেই ভোটগণনার যাবতীয় খুঁটিনাটি তথ্য দেখার জন্য চোখ রাখতে পারেন TV9 বাংলায়। এ ছাড়াও www.tv9bangla.com ওয়েবসাইটে গিয়ে গণনা সংক্রান্ত সমস্ত তথ্য এক ক্লিকে দেখতে পারবেন দর্শকেরা। সেই সঙ্গে রয়েছে TV9 বাংলার ইউটিউব চ্যানেল। যেখানে ভোট গণনার ছোট-বড় সমস্ত আপডেট এবং ভিডিয়ো দেখা যাবে। পাশাপাশি হাতের কাছে টেলিভিশন না থাকলে আমাদের ইউটিউব পেজেও দর্শকেরা লাইভ টিভি দেখতে পারবেন। একই সঙ্গে Tv9 বাংলার ওয়েবসাইটে গেলেও লাইভ টিভি সম্প্রচার বিনা বাধায় সেখানে দেখা যাবে। প্রতিবেদনের নীচে দেওয়া রইল সেই লাইভ টিভির লিঙ্ক।
গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ও বাকি দুই কেন্দ্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভবানীপুরে ভোটদানের হার ছিল চোখে পড়ার মতো কম। সেই তুলনা সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে উল্লখযোগ্য হারে ভোটিং হয়। তবে সামগ্রিকভাবে ভোটদানের হার দেখে রাজনৈতিক মহলের অনুমান, এই নির্বাচন ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা তেমন ছিল না। তাই অনেকেই ভোট দিতে আসেননি। নির্বাচন কমিশন থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভবানীপুরে ৫৭.০৯ শতাংশ ভোট পড়েছে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট পড়েছে যথাক্রমে ৭৯.৯২ এবং ৭৭.৬৩ শতাংশ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেহেতু এই নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হচ্ছে না, এবং মানুষ বিধানসভা নির্বাচনেো তৃণমূলের ফলাফল ইতিমধ্যেই জানেন, তাই বেশিরভাগ ভোট ঘাসফুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। মাত্র ৩ টি কেন্দ্রে ভোটগণনা হতেও খুব বেশি সময় লাগবে না। যদি কোনও প্রযুক্তিগত সমস্যা, বা অন্য কোনও ধরনের অসুবিধা না হয়, তবে দুপুর ১২টার মধ্যেই তিন কেন্দ্রের ছবিটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এবং দুপুর ২ টোর মধ্যে ৩ আসনেই ফলাফল ঘোষণা হতে যেতে পারে।
কলকাতা: অপেক্ষা আর ১২ ঘণ্টার। আগামী ৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ মুখ্যমন্ত্রীর পদে থাকতে পারবেন কি না, তার ভাগ্য নির্ধারণ শুরু হয়ে যাবে। রবিবার ঘড়ির কাঁটা সকাল ৮ টা ছুঁলেই ভবানীপুর উপনির্বাচনের ভোটগণনা শুরু হবে। সেই সঙ্গে জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিধানসভা ভোটের গণনাও হবে। সবার প্রথম ব্যালটের ভোট গোনা হবে। এরপর ইভিএম ও সবশেষে ভিভিপ্যাটের ৫ শতাংশ ভোট গণনা হবে। বিধানসভা নির্বাচনের মতো এই নির্বাচন নিয়ে ততটা উচ্ছাস বা উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যে দেখা যায়নি। তবে আগামিকাল সকাল থেকেই গোটা রাজ্যবাসীর নজর যে ভোটগণনার দিকেই থাকবে, তা চোখ বন্ধ করেই বলে রাখা যায়।
সকাল ৬ টা থেকেই ভোটগণনার যাবতীয় খুঁটিনাটি তথ্য দেখার জন্য চোখ রাখতে পারেন TV9 বাংলায়। এ ছাড়াও www.tv9bangla.com ওয়েবসাইটে গিয়ে গণনা সংক্রান্ত সমস্ত তথ্য এক ক্লিকে দেখতে পারবেন দর্শকেরা। সেই সঙ্গে রয়েছে TV9 বাংলার ইউটিউব চ্যানেল। যেখানে ভোট গণনার ছোট-বড় সমস্ত আপডেট এবং ভিডিয়ো দেখা যাবে। পাশাপাশি হাতের কাছে টেলিভিশন না থাকলে আমাদের ইউটিউব পেজেও দর্শকেরা লাইভ টিভি দেখতে পারবেন। একই সঙ্গে Tv9 বাংলার ওয়েবসাইটে গেলেও লাইভ টিভি সম্প্রচার বিনা বাধায় সেখানে দেখা যাবে। প্রতিবেদনের নীচে দেওয়া রইল সেই লাইভ টিভির লিঙ্ক।
গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ও বাকি দুই কেন্দ্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভবানীপুরে ভোটদানের হার ছিল চোখে পড়ার মতো কম। সেই তুলনা সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে উল্লখযোগ্য হারে ভোটিং হয়। তবে সামগ্রিকভাবে ভোটদানের হার দেখে রাজনৈতিক মহলের অনুমান, এই নির্বাচন ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা তেমন ছিল না। তাই অনেকেই ভোট দিতে আসেননি। নির্বাচন কমিশন থেকে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভবানীপুরে ৫৭.০৯ শতাংশ ভোট পড়েছে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট পড়েছে যথাক্রমে ৭৯.৯২ এবং ৭৭.৬৩ শতাংশ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেহেতু এই নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হচ্ছে না, এবং মানুষ বিধানসভা নির্বাচনেো তৃণমূলের ফলাফল ইতিমধ্যেই জানেন, তাই বেশিরভাগ ভোট ঘাসফুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। মাত্র ৩ টি কেন্দ্রে ভোটগণনা হতেও খুব বেশি সময় লাগবে না। যদি কোনও প্রযুক্তিগত সমস্যা, বা অন্য কোনও ধরনের অসুবিধা না হয়, তবে দুপুর ১২টার মধ্যেই তিন কেন্দ্রের ছবিটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এবং দুপুর ২ টোর মধ্যে ৩ আসনেই ফলাফল ঘোষণা হতে যেতে পারে।