কলকাতা: ভবানীপুর উপনির্বাচনের (Bypolls) ভোটগণনা আগের দিন থেকেই বাকি ৪ আসনে উপনির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি (BJP)। ৪ কেন্দ্রে পদ্ম-প্রতীকে কে প্রার্থী হবেন, সেই নিয়ে প্রাথমিক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই সঙ্গে আগামিকাল গণনাকালে কর্মীদের কী ভূমিকা হবে, সেটাও এ দিন সবিস্তারে বুঝিয়ে দেওয়া হয়েছে নীচুস্তরে। শনিবার রাজ্য দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। যেখানে ভবানীপুর, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটগণনা নিয়েও কর্মীদের জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। তবে বড় নির্দেশ রয়েছে ভবানীপুরের জন্য। কারণ রবিবার রাজ্যের পাশাপাশি গোটা দেশের রাজনৈতিক মহলের নজরও থাকবে ভবানীপুরের দিকে।
বিজেপি সূত্র জানাচ্ছে, উপনির্বাচনের আগের দিন নেতৃত্ব কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, ভোটগণনা সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ গণনা-কেন্দ্র ছেড়ে বের না হন। গত বিধানসভা নির্বাচনের সময় এই ভুলটা করেছিল বিজেপি। বহু আসনে দল পিছিয়ে পড়ছে দেখে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে চলে এসেছিলেন কর্মীরা। সেই একই ভুল এ বার কোনও মতেই করা যাবে না। কারণ বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করেন, গতবার গণনার সময় কিছু প্রকার ‘কারসাজি’ করা হয়েছিল। নতুবা বিজেপি আর যাই হোক ১০০ পেরিয়ে যেত। তাই কর্মীদের উদ্দেশে বলা হয়েছে, প্রাথমিক ট্রেন্ড যদি আশাব্যঞ্জক না-ও হয়, তাও গণনা-কেন্দ্র ছেড়ে বেরোন যাবে না।
এই তিন কেন্দ্রের ভোট মিটলে অবশ্য নতুন করে আরও চারটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে। খড়দহ, গোসাবা, শান্তিপুর ও দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ৩০ অক্টোবর এই কেন্দ্রগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে একটি কেন্দ্রে, অর্থাৎ খড়দহের তৃণমূল প্রার্থী যে শোভনদেব চট্টোপাধ্যায় হবেন, সেটা আগেই ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভবানীপুর আসনটি ছেড়ে আসার ফলেই সেখানে উপনির্বাচন লড়তে পেরেছেন মমতা। বাকি তিন আসনের প্রার্থীদের ক্ষেত্রেও বেশ কিছু চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই চার কেন্দ্রে প্রার্থী বাছাই নিয়েও বৈঠকে এ দিন আলোচনা হয়।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, চার কেন্দ্রে প্রার্থী পদের আবেদন জানিয়ে মোট জন্য ২০ টি নাম জমা পড়েছে। সেখান থেকে বাছাই করে ১২টি নাম রাজ্য নেতৃত্ব পাঠাবেন দিল্লিতে। সেখানেই ঝাড়াই-বাছাইয়ের পর চারজন প্রার্থীর নাম চূড়ান্ত করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। চার কেন্দ্রের উপনির্বাচন সঞ্চালনের জন্য সাংসদ, বিধায়ক ও দলের সাধারণ সম্পাদকদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। শনিবার উপনির্বাচন নিয়ে বৈঠকে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং ও অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন বলে খবর। বৈঠক শেষে দিলীপ ঘোষ জানান, “প্রতি কেন্দ্র থেকে চার-পাঁচ জন করে নাম এসেছে। আমরা তিনটি করে নাম পাঠাবো।”