Bhowanipore Election Result 2021 Live: ভাবানীপুরে জয়ী তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়
তৃণমূল সুপ্রিমোর খাস তালুক ভবানীপুরে (Bhowanipore Assembly Election Result 2021 Live Update) বিদায়ী বিধায়ক মমতা বন্দ্য়োপাধ্যায়ের বদলে এ বার প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে, বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে ভাগ্য পরীক্ষায় হেভিওয়েটরা। ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি নিম্নলিখিত ওয়ার্ডগুলি দ্বারা গঠিত হয়। এই বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ওয়ার্ড নম্বর ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ ও ৮২। ভবানীপুর বিধানসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অংশ।
১৯৫১ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভবানীপুরের একটি বিধানসভা আসন ছিল। বেশিরভাগ বছরে প্রতিযোগিতার সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু বেশিরভাগই বিজয়ী এবং রানার্সকে উল্লেখ করা হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস মিরা দত্ত গুপ্ত, নির্দল দেবনাথ দাস, বিপ্লবী সমাজতান্ত্রিক দলের সোমেন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্যদের পরাজিত করেন। ১৯৫৭ সালে,ভারতীয় জাতীয় কংগ্রেসের সিদ্ধার্থ শংকর রায় প্রজা সোশালিস্ট পার্টির সৈলা সেনকে পরাজিত করেন। ১৯৬২ সালে সিদ্ধার্থ শঙ্কর রায় স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রীতিন রায় চৌধুরী পরাজিত করে ভারতীয় জাতীয় কংগ্রেস।
ফলাফল ২০২১ ভাবানীপুরে জয়ী তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে ২৯ হাজার ভোটে হারিয়েছেন।
২০১৬ বিধানসভা নির্বাচন
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দোপাধ্যায় জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৬৫,৫২০৷ দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৪০,২১৯৷ তৃণমূল প্রার্থী মমতা বন্দোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিকে ২৫,৩০১ ভোটে পরাজিত করেছিলেন।
২০২১ বিধানসভা নির্বাচন
এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কংগ্রেসের মহম্মদ সাদাব খান। খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গড়ে, তৃণমূলের তরফে লড়ছেন দুঁদে নেতা শোভনদেব, অন্যদিকে, বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ বার নন্দীগ্রাম থেকে লড়ছেন। তাই শোভনদেব এ বার ভবানীপুরের প্রার্থী। এমনকী ওই এলাকারই বাসিন্দা তিনি।
বিদায়ী বিধায়ক: মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত ভোট: ৬৫,৫২০ মোট ভোটার: ২০৫৭১৩ ভোট শতাংশ: ৬৬.৮৩ মোট প্রার্থী: ১১
