AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election in Bengal: ভোটের আগেই বড় ঘোষণা! ১২টা রাজনৈতিক দলকে বাংলায় বাতিল করল নির্বাচন কমিশন

Election in Bengal: কমিশন বলছে, এই দলগুলি গত ৬ বছর ভোটে লড়েনি। ফলে রাজনৈতিক আঙিনায় তাদের কোনও অস্তিত্ব নেই। সে কারমেই এবার তাঁদের বাতিল করা হল। ফলে তারা আর ভোটে লড়তে পারবে না। দিতে পারবে না কোনও প্রার্থী।

Election in Bengal: ভোটের আগেই বড় ঘোষণা! ১২টা রাজনৈতিক দলকে বাংলায় বাতিল করল নির্বাচন কমিশন
রাজ্যে এসআইআর শুরুর সম্ভবনা
| Edited By: | Updated on: Aug 12, 2025 | 4:18 PM
Share

কলকাতা: সামনে ভোট। তার আগেই বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। ১২টা রাজনৈতিক দলকে এ রাজ্যে বাতিল ঘোষণা কমিশনের। তা নিয়েই পুরোদমে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কমিশন বলছে, এই দলগুলি গত ৬ বছর ভোটে লড়েনি। ফলে রাজনৈতিক আঙিনায় তাদের কোনও অস্তিত্ব নেই। সে কারমেই এবার তাঁদের বাতিল করা হল। ফলে তারা আর ভোটে লড়তে পারবে না। দিতে পারবে না কোনও প্রার্থী। 

তালিকায় কোন কোন দল? 

১. আম্বেদকরবাদী পার্টি

২. গ্লোবাল পিপল পিস পার্টি

৩. গোরখা ন্য়াশনাল লিবারেশন ফ্রন্ট

৪. কামতাপুর প্রগ্রেসিভ পার্টি

৫. মাই হি ভারত

৬. ন্যাশনাল কনফেডেরেসি অফ ইন্ডিয়া (National Confederacy of India)

৭. ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি

৮. নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টি

৯. পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি

১০. পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ

১১. Right Party of India

১২. The Religion of Man Revolving Political Party of India