একই বছরে দু’বার অ্যাডমিশন, সায়েন্স না থাকলেও ফিজিক্স-কেমিস্ট্রি পড়ার সুযোগ, আমূল বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা!

Education: পড়ুয়াদের কতটা উপস্থিতির হার হওয়া উচিত, কতদিন কলেজে উপস্থিত থাকলে পরীক্ষায় বসতে পারবে, তা ঠিক করবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। এমনই আরও একাধিক পরিবর্তন আসতে চলেছে।

একই বছরে দু'বার অ্যাডমিশন, সায়েন্স না থাকলেও ফিজিক্স-কেমিস্ট্রি পড়ার সুযোগ, আমূল বদলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা!
ফাইল ছবিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 4:15 PM

কলকাতা: বদলে যাবে গোটা শিক্ষা ব্যবস্থা। আমূল পরিবর্তন আসছে উচ্চশিক্ষায়! খসড়া তৈরি করে ফেলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তথা ইউজিসি (UGC)। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, স্নাতক থেকে শুরু করে স্নাতকোত্তর, সব ক্ষেত্রেই আসতে পারে বড় পরিবর্তন। এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। ওই খসড়ায় শিলমোহর পড়লেই বদলে যাবে শিক্ষা ব্যবস্থার চেহারাটা।

কোনও বিষয় পড়তে গিয়ে পছন্দ না হলে ভিন্ন বিষয়ে ভর্তি হওয়া যাবে ওই একই বছরে। আবার ধরা যাক, কেউ উচ্চ মাধ্যমিকে ‘সায়েন্স’ নিয়ে পড়াশোনা করেননি, তিনিও অনায়াসে পড়তে পারবেন পদার্থবিদ্যা বা রসায়ন নিয়ে। এমনই সব বদল আসতে চলেছে উচ্চশিক্ষায়। ইউজিসি-র সেই খসড়া এসেছে TV9 বাংলার হাতে।

কী কী বদল হতে পারে, দেখা যাক এনকজরে:

বছরে দু’বার ভর্তি হওয়ার সুযোগ থাকবে কলেজে-

একই শিক্ষাবর্ষে দু’বার ভর্তি হওয়া যাবে। কেউ কোনও বিষয় পড়তে শুরু করে যদি দেখেন ভাল লাগছে না, বা অসুবিধা হচ্ছে, তাহলে তিনি ওই বছরেই অন্য কোন পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

বিষয় নিয়ে কোনও বাধ্য বাধকতা থাকবে না

স্নাতকে কোন বিষয়ে পড়াশোনা করবেন, তা নিয়ে কোনও বাধ্য বাধকতা থাকবে না। অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা না করলেও পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়াশোনা করতে কোন অসুবিধা থাকবে না। সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির পরীক্ষায় পাশ করতে হবে, তাহলেই পড়ার সুযোগ পাওয়া যাবে না।

পরীক্ষা পদ্ধতি

লিখিত নাকি মৌখিক, কোন পদ্ধতিতে কোন বিষয়ের পরীক্ষা হবে, তা ঠিক করার পূর্ণ স্বাধীনতা থাকবে কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

উপস্থিতির হার

পড়ুয়াদের কতটা উপস্থিতির হার হওয়া উচিত, কতদিন কলেজে উপস্থিত থাকলে পরীক্ষায় বসতে পারবে, তা ঠিক করবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। এতদিন পর্যন্ত যে হার নির্দিষ্ট করা ছিল, তা আর থাকবে না।

এছাড়াও অনলাইনে পড়াশোনার সুযোগ রাখার কথা বলা হয়েছে খসড়ায়। এই পদ্ধতি চালু হলে কর্মরত অবস্থাতেও চাকরি করতে পারবেন পড়ুয়ারা। এছাড়া কেউ চাইলে একই সঙ্গে দুটি বিষয়ে স্নাতকোত্তর পড়তে পারবেন।