Astrological Tips: পুরনো জামাকাপড় যত্রতত্র ফেলে দেন বা দান করে দেন? কী মারাত্মক ভুল করছেন জানেন?

Astrological Tips: কোথাও কোথাও এখনও পুরনো শাড়ি বা কাপড় দিয়ে বাসন, বালতি কেনার চল রয়েছে। কিন্তু পুরনো জামাকাপড় বাতিল করার এই অভ্যাস কি আদৌ ভাল? কী বলছে বাস্তু শাস্ত্র?

Astrological Tips: পুরনো জামাকাপড় যত্রতত্র ফেলে দেন বা দান করে দেন? কী মারাত্মক ভুল করছেন জানেন?
Image Credit source: ondacaracola photography/Moment/ Getty Images
Follow Us:
| Updated on: Dec 22, 2024 | 2:25 PM

নতুন এলে পুরনোকে চলে যেতে হয়। এটাই জগতের নিয়ম। অনান্য অনেক জিনিসের মতোই নতুন জামাকাপড় কিনলে আমরা পুরনো জামাকাপড় বাতিল করে দিই। কেউ সেটিকে রাস্তায় বা জঞ্জালে ফেলে দিয়ে আসেন। কেউ কেউ আবার পুরনো জামাকাপড় যাতে নষ্ট না হয় সেই কারণে, অন্যদের দিয়ে দেন। ত্রাণের সময় পুরনো জামাকাপড় দিয়ে দেন অনেকে। কেউ কেউ আবার পুরনো বা ছেড় জামাকাপড় দিয়ে ঘর মোছা বা ন্যাতার কাজ করেন। কোথাও কোথাও এখনও পুরনো শাড়ি বা কাপড় দিয়ে বাসন, বালতি কেনার চল রয়েছে। কিন্তু পুরনো জামাকাপড় বাতিল করার এই অভ্যাস কি আদৌ ভাল? কী বলছে বাস্তু শাস্ত্র?

বাস্তু শাস্ত্র কিন্তু বলছে, এই ভাবে নিজের জামাকাপড় যেখানে সেখানে ফেলে দেওয়া, বেচে দেওয়া বা অন্য কাউকে দিয়ে দেওয়া একদম উচিত নয়। এতে বাস্তুর অমঙ্গলের সম্ভাবনা থাকে। যদি একান্তই বাতিল করতেই হয়, তাহলে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তা মেনে তবেই জামাকাপড় বাতিল করা উচিত। জানেন সেগুলি কী?

এই খবরটিও পড়ুন

যদি পুরনো জামাকাপড় কাউকে দিয়ে দেওয়ার কথা ভাবেন এবং তা ছিঁড়ে গিয়ে থাকে, তবে আগে ভাল করে নুন জলে কেচে নিন। পোশাক বিনামূল্যে দেবেন না। পোশাক দেওয়ার পরে তার কাছ থেকে অন্তত ১ টাকা নিয়ে নিন। না হলে নিজের ক্ষতির সম্ভাবনা থাকে। কেউ না নিলে তা জঞ্জালে ফেলবেন না, জলাশয়ে ভাসিয়ে দিতে পারেন। পুরনো জামাকাপড় দিয়ে ঘর-বাড়ি পরিষ্কার করবেন না। এতে অমঙ্গলের ঝুঁকি থাকে।