Nabanna: চলতি বছরে হচ্ছে না বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নবান্নের?

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Jun 13, 2024 | 8:42 PM

Nabanna: শিল্প মহল বা প্রশাসনিক সূত্রের খবর, প্রতি বছর সাধারণত জানুযারি থেকে মার্চ মাসের মধ্যে এই সম্মেলন হয়। কিন্তু কোভিডের কারণে বেশ কয়েক বছর তা বন্ধ ছিল। শেষ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল ২০২৩ র নভেম্বর মাসে।

Nabanna: চলতি বছরে হচ্ছে না বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, হঠাৎ কেন এই সিদ্ধান্ত নবান্নের?
নবান্ন
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: চলতি বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না। সূত্রের খবর, নবান্নে মুখ্যমন্ত্রী ও শিল্পপতিদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন না হলেও আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক বিশেষ প্রদর্শনী হবে বলে জানা যাচ্ছে। যেখানে রাজ্যের হস্তশিল্প, টেক্সটাইল, খাবার-সহ রাজ্যের বিভিন্ন বিভিন্ন আকর্ষণকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। 

শিল্প মহল বা প্রশাসনিক সূত্রের খবর, প্রতি বছর সাধারণত জানুযারি থেকে মার্চ মাসের মধ্যে এই সম্মেলন হয়। কিন্তু কোভিডের কারণে বেশ কয়েক বছর তা বন্ধ ছিল। শেষ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল ২০২৩ র নভেম্বর মাসে। ফলে ২০২৪ সালের প্রথমে আর এই সম্মেলনের আয়োজন হয়নি। নির্বাচনের কারণে সম্মেলনের প্রস্তুতি যেমন ব্যাহত হয়েছে, তেমনই তেইশের নভেম্বর মাসে যখন হয়েছে তখন কয়েক মাসের মধ্যে ফের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে করা দুই সম্মেলনের ব্যবধান অনেকটাই কমে যাওয়া, এই সমস্ত বিষয় মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে শিল্পমহল এবং প্রশাসনের একাংশ মনে করছে।

প্রসঙ্গত, সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানিকে। এছাড়া গোয়েঙ্কা গোষ্ঠীর চেয়ারপার্সন সঞ্জীব গোয়েঙ্কা, আইটিসি-র এমডি সঞ্জীব পুরী, টিসিজি গ্রুপের পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, রিয়েল এস্টেটের অন্যতম কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া, জিন্দাল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দাল-সহ রাজ্য ও দেশের বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে আমেরিকা, গ্রেট ব্রিটেন, স্পেন, ফ্রান্স সহ মোট ২৮টি দেশের প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দেন। 

Next Article