BJP Candidate List: বসিরহাটে ‘মাস্টারস্ট্রোক বিজেপির’, সন্দেশখালির রেখা পাত্র প্রার্থী

Mar 24, 2024 | 11:21 PM

BJP Candidate List: জলপাইগুড়িতে জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা, বর্ধমান পূর্বে অসীমকুমার সরকার, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়, ব্যারাকপুরে অর্জুন সিং, দমদমে শীলভদ্র দত্ত, বসিরহাটে রেখা পাত্র, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তরে তাপস রায়, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুরে অগ্নিমিত্রা পল।

BJP Candidate List: বসিরহাটে মাস্টারস্ট্রোক বিজেপির, সন্দেশখালির রেখা পাত্র প্রার্থী
রেখা পাত্র প্রার্থী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বাংলার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হল রবিবার রাতে। ১৯ আসনের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক বোধহয় বসিরহাটের প্রার্থী। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এখানে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী হয়েই রেখা পাত্র বলেন, “নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মত একজন গ্রামের মহিলাকে প্রার্থী করেছেন। সন্দেশখালি-বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় থাকব। ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব।”

এদিন বিজেপি তালিকা প্রকাশের পর এ রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিশেষ নজরে উঠে এল একাধিক কেন্দ্র। নিঃসন্দেহে ‘নজরকাড়া’ হবে এই কেন্দ্রগুলি। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে আনা হল বর্ধমান দুর্গাপুরে। যেখানে তৃণমূল প্রার্থী করেছে কীর্তি আজাদকে।

দ্বিতীয় চমক প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ থেকে তাঁকে নিয়ে আনা হল মালা রায়ের বিরুদ্ধে দক্ষিণ কলকাতায় লড়তে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার ভোটে লড়বেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল। এমনও ইঙ্গিত ছিল তমলুক থেকে লড়বেন। সেই জল্পনায় সিলমোহর পড়ল। তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে প্রাক্তন বিচারপতির লড়াই এ কেন্দ্রে। লড়াই জমে যাবে বলেই মনে করছেন অনেকে।

আরও একটি কেন্দ্রে এবার চমক। সৌগত রায়ের কেন্দ্র দমদমে শীলভদ্র দত্ত বিজেপির মুখ। এই প্রথমবার লোকসভার ভোটে লড়ছেন শীলভদ্র। এক সময় তৃণমূলে ছিলেন, পরে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূলের শক্তি কিংবা দুর্বলতা দুই-ই জানেন তিনি। ভোটের বাক্সে বিজেপিকে তা সুবিধা দেবে বলেই প্রাথমিকভাবে মনে করছেন অনেকে।

এছাড়াও এবারের প্রার্থী তালিকায় চমক হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। তাঁকে বর্ধমান পূর্বে নিয়ে গিয়েছে দল। মতুয়াদের সিএএ নিয়ে বারবার সরব হয়েছেন অসীম। এছাড়া কলকাতা উত্তরে তাপস রায়ও চমক। যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করে দল ছেড়েছিলেন তাপস। ভোটের ময়দানে সেই সুদীপেরই মুখোমুখি হবেন তিনি। অনেকে বলছেন, এ লড়াই তাপসের মুখ রক্ষার লড়াই।

কারা কারা প্রার্থী হলেন

জলপাইগুড়িতে জয়ন্ত রায়, দার্জিলিংয়ে রাজু বিস্তা, বর্ধমান পূর্বে অসীমকুমার সরকার, বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়, ব্যারাকপুরে অর্জুন সিং, দমদমে শীলভদ্র দত্ত, বসিরহাটে রেখা পাত্র, কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী, কলকাতা উত্তরে তাপস রায়, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মেদিনীপুরে অগ্নিমিত্রা পল, রায়গঞ্জে কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, বারাসতে স্বপন মজুমদার, মথুরাপুরে অশোক পুরকাইত, উলুবেড়িয়ায় অরুণ উদয় পাল, শ্রীরামপুরে কবীরশঙ্কর বোস, আরামবাগে অরূপকান্তি দিগর।

Next Article