বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চান? জীবনপঞ্জী জমা দিন ড্রপবক্সে

Dec 29, 2020 | 9:44 AM

এলাকায় পরিচিতি রয়েছে, বিজেপির হয়ে একুশের বিধানসভা ভোটে লড়তে চান এমন ব্যক্তিকে স্বাগত জানাতেই এই উদ্যোগ।

বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চান? জীবনপঞ্জী জমা দিন ড্রপবক্সে
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: ট্যালেন্ট হান্টের কায়দায় বিজেপির ‘প্রার্থী হান্ট’। অর্থাৎ রাজনীতির সঙ্গে সে অর্থে হাতে কলমে পরিচয় না থাকলেও আপনি যদি বিধানসভা ভোটে লড়তে চান বিজেপি আপনাকে সে সুযোগ করে দেবে। এর জন্য আপনাকে শুধু নিজের বিস্তারিত একটি আবেদনপত্রে লিখে তা জমা দিয়ে আসতে হবে মুরলীধর সেন লেনে, বিজেপির রাজ্য দফতরের ড্রপবক্সে। সেই আবেদন ঝাড়াই বাছাই হয়ে যাবে দিল্লিতে। সেখান থেকেই চূড়ান্ত সিলমোহর নিয়ে আবারও বঙ্গে ফিরবে তালিকা।

আরও পড়ুন: জমির ধারে উদ্ধার কঙ্কালের খুলি, কিছু দূরে পড়ে মহিলার শাঁখা

রাজ্য বিজেপির এক শীর্ষনেতা জানান, এলাকায় পরিচিতি রয়েছে, বিজেপির হয়ে একুশের বিধানসভা ভোটে লড়তে চান এমন ব্যক্তিকে স্বাগত জানাতেই এই উদ্যোগ। শর্ত বলতে, ভোটে লড়ার ক্ষেত্রে বয়সের যে সীমা সেটুকু মানতে হবে। বাকি কেউ চাকুরিজীবী হোন বা গৃহকর্ত্রী, সকলেই নিজের জীবনপঞ্জী এই ড্রপবক্সে জমা দিতে পারেন।

যদিও এই প্রথমবার নয় এর আগে লোকসভা ভোটেও এমনই উদ্যোগ নিয়েছিল বঙ্গ গেরুয়া শিবির। তবে সে সময় আসন সংখ্যা মাত্র ৪২টি থাকায় বাছাইয়ে সমস্যা হয়েছিল। এবার আসনও ২৯৪টি। ফলে ড্রপবক্স থেকে প্রার্থী বাছতে খুব একটা অসুবিধা হবে না, দাবি রাজ্য বিজেপি নেতৃত্বের।

আরও পড়ুন: দেওয়াল থেকে নাম ‘মুছল’ তৃণমূলের, ‘দখলের রাজনীতি’ বিজেপির

বঙ্গ বিজেপির এক নেতা জানান, তৃণমূল বা কংগ্রেসের মতো বিজেপি পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। তাই সকলেই যাতে স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির ময়দানে নামতে পারেন সেদিকটা খেয়াল রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিরোধীরা বিজেপির এই উদ্যোগকে ‘গিমিক’ ছাড়া আর কিছুই বলতে রাজি নয়। প্রার্থী না পেয়ে এ ধরনের প্রচার বলেই দাবি তাদের। কেউ কেউ আবার বলছে, জনপ্রিয়তার জল মাপতেই দিলীপ ঘোষদের এই উদ্যোগ।

Next Article