পড়ছে পারদ, শীত পোশাকের ওমে মিশে যাবে বর্ষবরণের উষ্ণতা

Dec 29, 2020 | 10:20 AM

পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে সকাল থেকেই কনকনে ঠান্ডা ভালই মালুম হচ্ছে। বাঁকুড়া, বীরভূমেও নেমেছে তাপমাত্রা।

পড়ছে পারদ, শীত পোশাকের ওমে মিশে যাবে বর্ষবরণের উষ্ণতা
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: বছর শেষের দু’ তিনটে দিন জাঁকিয়ে ঠান্ডারই রাজত্ব চলবে বঙ্গে। মঙ্গলবারের পাশাপাশি বুধ-বৃহস্পতিবারও শিরশিরে উত্তুরে হাওয়া পারদ নামাবে বেশ কিছুটা। ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। অর্থাৎ বর্ষশেষ ও বর্ষবরণে আপনার সঙ্গী হবে শীত পোশাকের ওম।

আরও পড়ুন: বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চান? জীবনপঞ্জী জমা দিন ড্রপবক্সে

মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় কুয়াশা দেখা গিয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাচ্ছন্নতা কেটে উঁকি দেবে সূর্য। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি নিচে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। কলকাতায় আগামী দু’ তিনদিন তাপমাত্রা ১১-১২ ডিগ্রিতে ঘোরাফেরা করলেও জেলাগুলিতে তা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। বিশেষ করে জঙ্গলমহলের জেলাগুলিতে।

আরও পড়ুন: জমির ধারে উদ্ধার কঙ্কালের খুলি, কিছু দূরে পড়ে মহিলার শাঁখা

পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে সকাল থেকেই কনকনে ঠান্ডা ভালই মালুম হচ্ছে। বাঁকুড়া, বীরভূমেও নেমেছে তাপমাত্রা। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও উত্তুরে হাওয়ার ব্যাটিং বহাল। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের পর শৈত্যপ্রবাহ চলবে উত্তর-পশ্চিম ভারতে। দু’দিন শৈত্যপ্রবাহের সর্তকতা পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরাখণ্ডে। উত্তর প্রদেশ, মধ্য প্রদেশেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি আগামী কয়েকদিন। দু’দিন পরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও।

Next Article