জমির ধারে উদ্ধার কঙ্কালের খুলি, কিছু দূরে পড়ে মহিলার শাঁখা

স্থানীয়দের কথায়, যে জমিতে এগুলি উদ্ধার হয়েছে তা পরিত্যক্ত। সেখানে কেউ যায় না। তাঁদের অনুমান, বাইরে থেকে কাউকে খুন করে এখানে ফেলে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা।

জমির ধারে উদ্ধার কঙ্কালের খুলি, কিছু দূরে পড়ে মহিলার শাঁখা
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Dec 29, 2020 | 9:00 AM

দক্ষিণ ২৪ পরগনা: পরিত্যক্ত জমি থেকে কঙ্কাল (Skeleton) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর (Baruipur) থানার রামনগরে। স্থানীয় শনি বটতলা এলাকা থেকে কঙ্কালের মাথার খুলি, হাড়গোড় উদ্ধার হয়। স্থানীয়রা জানান, কিছু দূরে মহিলার হাতের শাঁখা, ব্যাগ, মদের বোতল, ছাতাও উদ্ধার হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যান বারুইপুরের এসডিপিও এবং আইসি। এই খুলি, হাড়গোড়ের পূর্ণাঙ্গ তদন্তের জন্য ফরেন্সিক পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষাও করানো হবে বলে বারুইপুর পুলিস জানিয়েছে।

কঙ্কালের এই হাড়গোড় উদ্ধার করে পুলিস।

সোমবার দুপুরে স্থানীয় মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি। শীতের বেলা, তাড়াতাড়িই অন্ধকার নেমে আসে। তাই বিকেল গড়ানোর আগেই বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। দিনের আলো তখনও ঝাপসা হয়নি। রোজকার যাতায়াতের পথে এদিন হঠাৎই নজরে আসে কঙ্কালের খুলি, হাড়গোড়। গোটা বিষয়টি তিনি এলাকায় জানান। এরপরই শুরু হয় হইচই। খবর দেওয়া হয় থানায়।

আরও পড়ুন: বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চান? জীবনপঞ্জী জমা দিন ড্রপবক্সে

স্থানীয়দের কথায়, যে জমিতে এগুলি উদ্ধার হয়েছে তা পরিত্যক্ত। খুব একটা কেউ যায় না। তাঁদের অনুমান, বাইরে থেকে কাউকে খুন করে এখানে ফেলে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু ঘটনাস্থল থেকে কেনই বা মহিলার ব্যাগ, শাঁখা উদ্ধার হল, কেনই বা মদের বোতল পড়েছিল সেটাই জিজ্ঞাসা পুলিসেরও। সবদিক খোলা রেখেই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।