লালবাড়ি অভিযান: কোন পথে এগোবে বিজেপি? রুট চিহ্নিত করে পৃথক পন্থায় রুখে দেওয়ার প্ল্যানিং পুলিশের

ক কোন পথ ধরে এগোবে বিজেপির পুরসভা অভিযান (BJP KMC Abhijan)? তা দেখে নেওয়া যাক।

লালবাড়ি অভিযান: কোন পথে এগোবে বিজেপি? রুট চিহ্নিত করে পৃথক পন্থায় রুখে দেওয়ার প্ল্যানিং পুলিশের
বিজেপির লালবাড়ি অভিযান
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 12:45 PM

কলকাতা: উপলক্ষ্য ভুয়ো ভ্যাকসিন কাণ্ড। আর লক্ষ্য লালবাড়ি। আজ গেরুয়া শিবিরের পুরসভা অভিযান। করোনাকালে পুরসভা অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। অতঃপর কড়া মোকাবিলা পুলিশেরও। ঠিক কোন পথ ধরে এগোবে বিজেপির পুরসভা অভিযান (BJP KMC Abhijan)? তা দেখে নেওয়া যাক।

সুবোধ মল্লিক স্কোয়ারে ১২টায় জমায়েত। সেখান থেকে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে ওয়েলিংটন মোড়। তারপর রফি আহমেদ কিদওয়াই রোড হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে এগোবে বিজেপির প্রতিবাদী মিছিল। শেষে এসএন ব্যানার্জি রোড ধরে কলকাতা পুরসভা পৌঁছনোর কথা সেই মিছিলের।

যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত লালবাজারও। সূত্রের খবর, পরিস্থিতির উপরে কড়া নজর রাখছেন ২ অতিরিক্ত পুলিশ কমিশনার। থাকছেন ৩ যুগ্ম কমিশনারও। এছাড়াও, ১০ জন ডেপুটি কমিশনারকে দেওয়া হয়েছে দায়িত্ব। পথজুড়ে মোতায়েন এক হাজার পুলিশকর্মী। প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামান।

এক নজরে কোন পথে পুরসভা অভিযান

সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত নির্মল চন্দ্র স্ট্রিট ধরে ওয়েলিংটন মোড় রফি আহমেদ কিদওয়াই রোড হয়ে এসএন ব্যানার্জি রোড এসএন ব্যানার্জি রোড ধরে কলকাতা পুরসভা

পুলিশের একাধিক পদক্ষেপ

মিছিলে ভিডিয়োগ্রাফি করা হবে।

রানি রাসমণি স্কোয়ারে ও হগ স্ট্রিটে ভিডিয়ো করার জন্য পুলিশের তরফে লোক মোতায়েন রাখা হবে।

অ্যালুমিনিয়াম গার্ডওয়াল থাকবে আরএএম স্কোয়্যার থেকে এনসি স্ট্রিট পর্যন্ত।

নবান্ন , রাজ ভবন ও রাইটার্সের সামনে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। যাতে বিক্ষোভকারীদের কেউ ভিতরে ঢুকে অশান্তি পাকানে না পারে।

মেট্রো চ্যানেলের আউট গেটে জল কামানের ব্যবস্থা থাকবে।

পুরসভা গেটে অতিরক্ত ফোর্স, লাঠিধারী পুলিশও থাকবে। মোতায়েন থাকবেন অসংখ্যা মহিলা পুলিশ কর্মী।

রানি রাসমণি স্কোয়ারে দায়িত্বে থাকবেন একজন যুগ্ম-কমিশনার, দু’জন অতিরিক্ত কমিশনার, তিনজন ডেপুটি কমিশনার।

থাকবেন ডিসি সেন্ট্রাল, ডিসি রিসার্ভ ফোর্স, ডিসি ট্রাফিক, ডিসি ওয়্যারলেস, ডিসি কমব্যাট ব্যাটেলিয়ন। এছাড়াও থাকছেন প্রচুর সাদা পোশাকের পুলিশ।

আরও পড়ুন: রুখতেই হবে বিজেপির লালবাড়ি অভিযান! বাছাই করা অফিসারদের পথে নামাল লালবাজার

বিধানসভা নির্বাচনের পর এটিই প্রধান বিরোধী দল হিসাবে বিজেপির প্রথম অভিযান। আর সেটি কতটা সফল হয়, সেদিকেই তাকিয়ে বাংলা।