AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: বাংলা ‘দখলে বড় প্ল্যান’ অমিত শাহের, কী ঘুটি সাজিয়ে দিলেন?

BJP West bengal: সূত্রের খবর, অমিত শাহ এ দিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলকে ৩৬০ ডিগ্রি আক্রমণ করতে হবে। দলের মূল সংগঠন,শাখা সংগঠন, সবাইকে একসঙ্গে জয়ের জন্য ঝাঁপাতে হবে। কোনও ঢিলেমি করা যাবে না বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি। অর্থাৎ সকলে মিলে মিশে একজোটে কাজ করে বাংলা জয় করতে হবে বলেই পরামর্শ দিয়েছেন।

Amit Shah: বাংলা 'দখলে বড় প্ল্যান' অমিত শাহের, কী ঘুটি সাজিয়ে দিলেন?
অমিত শাহImage Credit: PTI
| Edited By: | Updated on: Dec 30, 2025 | 9:09 PM
Share

কলকাতা: রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছেন তিনি। আর তারপর আসন্ন বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি কীভাবে কাজ করবে সেই দিক ‘প্ল্যানও’ তৈরি করে দিয়ে গিয়েছেন। সেট করে দেওয়া হয়েছে ‘টার্গেট’। কোর কমিটির সৈই বৈঠকে কী বার্তা দিয়েছেন অমিত? কী প্ল্যান বানালেন এবার?

সূত্রের খবর, অমিত শাহ এ দিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলকে ৩৬০ ডিগ্রি আক্রমণ করতে হবে। দলের মূল সংগঠন,শাখা সংগঠন, সবাইকে একসঙ্গে জয়ের জন্য ঝাঁপাতে হবে। কোনও ঢিলেমি করা যাবে না বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি। অর্থাৎ সকলে মিলে মিশে একজোটে কাজ করে বাংলা জয় করতে হবে বলেই পরামর্শ দিয়েছেন। এখানে উল্লেখ্য, এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব কুমার দেব, মঙ্গল পাণ্ডে, অমিত মালবিয়া, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। ছিলেন ভীন রাজ্য থেকে আসা বিভিন্ন জেলার, জোনের দায়িত্বে থাকা ১২ জন সাধারণ সম্পাদক (সংগঠন) ও নেতৃত্ব এম সিদ্ধার্থন, সি টি রবি, এন মধুকর, সুরেশ রানা, অনন্ত নারায়ণ মিশ্র, অরুণ বিনাড্ডি। পবন রানা, সঞ্জয় ভাটিয়া, পবন সাই, ধনসিংহ রাওয়াত, কৈলাশ মিশ্র, জেপি রাঠোররাও।

এখানে উল্লেখ্য, এদিন নানাবিধ বিষয় নিয়ে সরব হন অমিত শাহ। তৃণমূলকে বেনজির আক্রমণ করেন। বলেন, “এপ্রিলে বাংলায় বিধানসভা নির্বাচন। দুর্নীতি, অপশাসন, কুশাসন, অনুুপ্রবেশকারীদের বদলে গরিবের সরকার, গরিবের উন্নয়নের সরকার হবে। তৃণমূলের ১৫ বছরের শাসনে কুশাসন হয়েছে। বিশেষ করে অনুপ্রবেশকারীদের জন্য বঙ্গবাসী আতঙ্কিত, চিন্তিত।” এরপরই তিনি আশ্বাস দেন, “আমরা বাংলার মানুষকে প্রতিজ্ঞা করছি, মোদীর নেতৃত্বে এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে উন্নয়নের জোয়ার আসবে। দেশের যেখানে NDA সরকার রয়েছে, গরিবদের উন্নয়নের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে।” অর্থাৎ বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কী কী হবে সেই দিকে জোর দেন তিনি।