Jamai Sasthi 2022: লাঠি দিয়ে গাছ থেকে পারছেন খেজুর, জামাই ষষ্ঠীতে ফুরফুরে মেজাজে দিলীপ
Jamai Sasthi 2022: জামাই ষষ্ঠীতে ফুরফুরে মেজাজে দিলীপ, প্রাতঃভ্রমণ বেরিয়ে খেঁজুর তলায় দাঁড়িয়ে ফিরে গেলেন ছেলেবেলায়।

কিন্তু, একে রবিবার তার উপর জমাই ষষ্ঠীর ভরা বাজার। তাতেই যেন অন্য মেজাজে ধরা দিলেন এই পোড় খাওয়া রাজনীতিবিদ। নিউটাউনে আচমকা খেজুর তলায় দাঁড়িয়ে লাঠি দিয়ে খেজুরও পারলেন তিনি। ফিরে গেলের ছেলেবেলার স্মৃতির পাতায়। ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, “ছোটবেলায় গ্রামের বাড়িতে এইভাবেই খেঁজুর পাড়তাম। আধ কাঁচা খেঁজুরের ছড়ায় নুন জল ছিটিয়ে রাখতাম। অদ্ভুতভাবে পেকে যেত সেগুলো। আজ নিউটাউনে দেশি খেজুরের গাছে খেঁজুর দেখে পাড়তে ইচ্ছে হল। পুষ্টিগুণে ভরপুর গ্রামবাংলার এই দেশি খেজুরগুলি”। দিলীপের এই পোস্ট মুহূর্তেই ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
চাঁচাছোলা মন্তব্য, তীব্র কটাক্ষবান, মজার মন্তব্যে দিলীপের জুড়ি মেলা ভার। তবে, ‘বেলাগাম’ মন্তব্যের জন্য সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের কাছ ‘বকাও’ খেযেছেন দিলীপ। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ এসেছে ‘ক্যামেরার সামনে বেশি মুখ না খোলার’। ঘনিষ্ঠরা বলছেন তারপর থেকেই যেন একটু অন্য মেজাজে চলে গিয়েছেন তিনি। তবে তৃণমূল বিরোধীতার রাস্তা থেকে একচুলও সরতে দেখা যায়নি তাঁকে। শনিবার রাতেই রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে টুইট পোস্ট করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান শাসক দলের বিরুদ্ধে। কিন্তু, রাত কেটে দিনের আলোর ফুটচেই এবার রাজনীতির কূটকাচালি দূরে সরিয়ে রেখে একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন দিলীপ।
