AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jamai Sasthi 2022: লাঠি দিয়ে গাছ থেকে পারছেন খেজুর, জামাই ষষ্ঠীতে ফুরফুরে মেজাজে দিলীপ

Jamai Sasthi 2022: জামাই ষষ্ঠীতে ফুরফুরে মেজাজে দিলীপ, প্রাতঃভ্রমণ বেরিয়ে খেঁজুর তলায় দাঁড়িয়ে ফিরে গেলেন ছেলেবেলায়।

Jamai Sasthi 2022: লাঠি দিয়ে গাছ থেকে পারছেন খেজুর, জামাই ষষ্ঠীতে ফুরফুরে মেজাজে দিলীপ
ছবি - অন্য মেজাজে দিলীপ
| Edited By: | Updated on: Jun 05, 2022 | 4:04 PM
Share

কলকাতা: রোজকার রাজনীতির কচকচানি, বিরোধীতা, আক্রমণ-পাল্টা আক্রমণের বাইরে বেরিয়ে জামাই ষষ্ঠীতে এবার অন্যান্য মেজাজে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে (BJP’s All India Co-President Dilip Ghosh)। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে খোশমেজাজে ঋজুর পারতে দেখা গেল বঙ্গ বিজেপির এই শীর্ষ নেতাকে। এমনকী তার ভিডিয়োও পোস্ট করেছেন ফেসবুকে (Facebook)। শরীরচর্চা, প্রাতঃভ্রমণ এসবই দিলীপ ঘোষের নিত্য রুটিনের অবিচ্ছেদ্য অঙ্গ। রোজই সকালে হাঁটতে বেরিয়ে নানা ইস্যুতে সংবাদমাধ্যমের সামনে মুখও খুলতে দেখা যায় তাঁকে। নিয়ম করে আক্রমণ শানান তৃণমূল সরকারের বিরুদ্ধে। 

কিন্তু, একে রবিবার তার উপর জমাই ষষ্ঠীর ভরা বাজার। তাতেই যেন অন্য মেজাজে ধরা দিলেন এই পোড় খাওয়া রাজনীতিবিদ। নিউটাউনে আচমকা খেজুর তলায় দাঁড়িয়ে লাঠি দিয়ে খেজুরও পারলেন তিনি। ফিরে গেলের ছেলেবেলার স্মৃতির পাতায়। ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, “ছোটবেলায় গ্রামের বাড়িতে এইভাবেই খেঁজুর পাড়তাম। আধ কাঁচা খেঁজুরের ছড়ায় নুন জল ছিটিয়ে রাখতাম। অদ্ভুতভাবে পেকে যেত সেগুলো। আজ নিউটাউনে দেশি খেজুরের গাছে খেঁজুর দেখে পাড়তে ইচ্ছে হল। পুষ্টিগুণে ভরপুর গ্রামবাংলার এই দেশি খেজুরগুলি”। দিলীপের এই পোস্ট মুহূর্তেই ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

চাঁচাছোলা মন্তব্য, তীব্র কটাক্ষবান, মজার মন্তব্যে দিলীপের জুড়ি মেলা ভার। তবে, ‘বেলাগাম’ মন্তব্যের জন্য সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের কাছ ‘বকাও’ খেযেছেন দিলীপ। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ এসেছে ‘ক্যামেরার সামনে বেশি মুখ না খোলার’। ঘনিষ্ঠরা বলছেন তারপর থেকেই যেন একটু অন্য মেজাজে চলে গিয়েছেন তিনি। তবে তৃণমূল বিরোধীতার রাস্তা থেকে একচুলও সরতে দেখা যায়নি তাঁকে। শনিবার রাতেই রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে টুইট পোস্ট করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান শাসক দলের বিরুদ্ধে। কিন্তু, রাত কেটে দিনের আলোর ফুটচেই এবার রাজনীতির কূটকাচালি দূরে সরিয়ে রেখে একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন দিলীপ।