কলকাতা: বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের তদন্তে নয়া মোড় । ধৃত শার্প শুটার মণীশ সিংহকে নিয়ে কলকাতায় সিআইডি। জেরায় চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দারের হাতে, খবর সূত্রের। ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিআইডি হেফাজতে থাকবে ধৃত শার্প শুটার। কী কারণে খুন, কত টাকা সুপারি- এই সবই তথ্য এবারে হাতের মুঠোয় আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।
মণীশ শুক্লা খুনে গত ৪ অগস্ট গ্রেফতার করা হয় অন্য এক মণীশ সিংহকে। হরিয়ানা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হন মণীশ সিং নামে ওই শার্প শুটার। জেরায় খুনের কথা স্বীকার করেন ধৃত।
তদন্তে জানা গিয়েছে, গত ৩০ জুলাই হরিয়ানায় একটি দোকানে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হন মণীশ। জেরায় তদন্তকারীরা জানতে পারেন, মণীশ শার্প শুটার হিসাবে কাজ করতেন। বাংলার বিজেপি নেতা মণীশ শুক্লা খুনেও তিনি জড়িত। গোটা বিষয়টি সিআইডি তদন্তকারীদের জানানো হয়। আর কে কে এই ঘটনায় জড়িত, তা খোঁজ করছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে মণীশকে জেরা করার প্রয়োজন রয়েছে। তাই মণীশকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসতে আসছে সিআইডি। এই নিয়ে মণীশ শুক্লা খুনে ৪ জন শার্প শুটারকে গ্রেফতার হয়েছে।
এর আগে শার্প শুটার অনীশকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করে পুলিশ। মণীশ শুক্লা খুনের ঘটনায় প্রথম থেকেই অনীশকে খুঁজছিল সিআইডি। বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের চার মাস পর বৃহস্পতিবার তামিলনাডুতে একটি ডাকাতির চেষ্টার ঘটনায় গ্রেফতার করা হয় তাঁকে। সিআইডি সূত্রে খবর, একটি বড়সড় ডাকাতির পরিকল্পনা নিয়ে এদিন গিয়েছিলেন অনীশ।
গত ৪ অক্টোবর উত্তর ২৪ পরগনার টিটাগড় থানা থেকে সামান্য দূরে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা মণীশ শুক্লকে। তদন্তে নেমে পুলিস সিসি ক্যামেরায় বেশ কিছু তথ্য পায়। দেখা যায়, ঘটনার সময় মণীশের গাড়িটি বিটি রোডের ধারে দাঁড় করানো ছিল। বেশ কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। সে সময়ই মোটর বাইকে এসে কেউ খুব কাছ থেকে গুলি চালায় মণীশের উপর। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় শরীর। বিজেপি নেতার মৃত্যুতে তোলপাড় হয় রাজ্য রাজনীতিতে।
মণীশ খুনের ঘটনায় ইতিমধ্যেই ব্যারাকপুর আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে সিআইডি। ঘটনার ৮৭ দিনের মাথায় চার্জশিট পেশ করা। ১০ জনের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন, ১২০বি অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৪ একই উদ্দেশ্যে অপরাধ করা, ২১২ অপরাধীকে আড়াল করা, ২০১ তথ্যপ্রমাণ লোপাট, ২৫ ও ২৭ অস্ত্র আইনের ধারায় চার্জশিট দেওয়া হচ্ছে। এদের বিরুদ্ধে সরাসরি খুন, বেআইনি অস্ত্র রাখা, খুনের ষড়যন্ত্রের মামলা রয়েছে। এই ঘটনায় যে ১০ জনকে গ্রেফতার করা হয় তাদের জেরা করেই উঠে আসে অনীশের নাম। তাঁকে জেরা করেই উঠে আসে মণীশের নাম। আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় গতি আনতে জোন-ওয়াইস তদন্তে সিবিআই, আজ ‘স্পট ভিজিট’ নদিয়ায়