Mithun Chakraborty: ‘এমন কর্মী চাই যে বলবে মার তোর কাছে কত গুলি আছে’, হুংকার মিঠুনের

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 27, 2024 | 5:52 PM

Mithun Chakraborty: এ দিন মিঠুন বলেন, "এক কোটি সদস্য হলেই আমরা জিতব।" এরপর প্রতিজ্ঞা করতে বলেন মিঠুন। তিনি বলেন, "আমরা কি এক কোটি সদস্য় তৈরি করতে পারব? তাহলে ছাব্বিশের মসনদ আমার।" এরপর অভিনেতা জানান, "আমাদের এমন কর্মী চাই যে সামনে থেকে লড়বে। এমন কার্যকর্তা চাই যে বলবে মার তোর কাছে কতগুলি আছে।"

Follow Us

কলকাতা: রবিবার বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে কার্যত ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। এ দিন বাংলায় এসে ছাব্বিশের ভোটে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। আর তাঁর সুরে সুর মিলিয়ে পরিবর্তনের ডাক দিচ্ছেন অভিনেতাও। বললেন, গত নির্বাচনে বিজেপি-র ফলে দুঃখ পেয়েছি। টাকা নিয়ে বিজেপি করার লোক চাই না। এমন কর্মকর্তা চাই যাঁরা সামনে এসে লড়াই করবেন। বললেন মিঠুন চক্রবর্তী।

এ দিন মিঠুন বলেন, “এক কোটি সদস্য হলেই আমরা জিতব।” এরপর প্রতিজ্ঞা করতে বলেন মিঠুন। তিনি বলেন, “আমরা কি এক কোটি সদস্য় তৈরি করতে পারব? তাহলে ছাব্বিশের মসনদ আমাদের।” এরপর অভিনেতা জানান, “আমাদের এমন কর্মী চাই যে সামনে থেকে লড়বে। এমন কার্যকর্তা চাই যে বলবে মার তোর কাছে কতগুলি আছে। কুচ ভি করেঙ্গে কুচ ভি। আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সামনেই বলছি কুচ ভি করেঙ্গে। এই কুচ ভি কে আন্দার (কুচ ভি-র ভিতরে অনেক অর্থ রয়েছে)”

নাম না করে এরপর মিঠুন কার্যত হুমকির সুরে বলেন, “আমাদের গাছের একটা ফল তুললে, আমরা তোমাদের গাছের চারটে ফল তুলে দেব। এটাই সত্যি। নয়ত আমরা জিততে পারব না।”

 

কলকাতা: রবিবার বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে কার্যত ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। এ দিন বাংলায় এসে ছাব্বিশের ভোটে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। আর তাঁর সুরে সুর মিলিয়ে পরিবর্তনের ডাক দিচ্ছেন অভিনেতাও। বললেন, গত নির্বাচনে বিজেপি-র ফলে দুঃখ পেয়েছি। টাকা নিয়ে বিজেপি করার লোক চাই না। এমন কর্মকর্তা চাই যাঁরা সামনে এসে লড়াই করবেন। বললেন মিঠুন চক্রবর্তী।

এ দিন মিঠুন বলেন, “এক কোটি সদস্য হলেই আমরা জিতব।” এরপর প্রতিজ্ঞা করতে বলেন মিঠুন। তিনি বলেন, “আমরা কি এক কোটি সদস্য় তৈরি করতে পারব? তাহলে ছাব্বিশের মসনদ আমাদের।” এরপর অভিনেতা জানান, “আমাদের এমন কর্মী চাই যে সামনে থেকে লড়বে। এমন কার্যকর্তা চাই যে বলবে মার তোর কাছে কতগুলি আছে। কুচ ভি করেঙ্গে কুচ ভি। আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সামনেই বলছি কুচ ভি করেঙ্গে। এই কুচ ভি কে আন্দার (কুচ ভি-র ভিতরে অনেক অর্থ রয়েছে)”

নাম না করে এরপর মিঠুন কার্যত হুমকির সুরে বলেন, “আমাদের গাছের একটা ফল তুললে, আমরা তোমাদের গাছের চারটে ফল তুলে দেব। এটাই সত্যি। নয়ত আমরা জিততে পারব না।”

 

Next Article