AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: অভিষেকের অফিসের সামনে দিয়েই চাকরিপ্রার্থীদের মিছিল, হাঁটবেন শুভেন্দুও

Calcutta High Court: প্রসঙ্গত, কলকাতায় রাস্তায় গ্রুপ ডি কর্মীদের মিছিলের রুটের একাংশ নিয়ে আপত্তি তুলেছিল রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল,ওই রুটে অনেকগুলি স্কুল রয়েছে। অভিনব ভারতী, শ্রী শিক্ষায়তন, লা মার্টিনিয়ার-সহ বেশ কয়েকটি স্কুলের নাম আদালতে উল্লেখও করা হয়। মিছিলের জেরে যানজটের আশঙ্কা থাকতে পারে বলেও জানায় রাজ্য।

Calcutta High Court: অভিষেকের অফিসের সামনে দিয়েই চাকরিপ্রার্থীদের মিছিল, হাঁটবেন শুভেন্দুও
যে রুটে হাঁটবেন শুভেন্দুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 11:14 AM
Share

কলকাতা: কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলতেই বুধবার পথে গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ, মিছিলের রুটে কোনও পরিবর্তন নয়। র‌্যালি হবে ক্যামাকস্ট্রিটে অবস্থিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের পাশ থেকেই। এই প্রথম চাকরি প্রার্থীদের মিছিলে হাঁটতে দেখা যাবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজ বেলা ১টায় থিয়েটার রোড থেকে মিছিল শুরু হবে। ক্যামাক স্ট্রিট হয়ে মিছিল শেষ হবে হাজরাতে।

প্রসঙ্গত, কলকাতায় রাস্তায় গ্রুপ ডি কর্মীদের মিছিলের রুটের একাংশ নিয়ে আপত্তি তুলেছিল রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল,ওই রুটে অনেকগুলি স্কুল রয়েছে। অভিনব ভারতী, শ্রী শিক্ষায়তন, লা মার্টিনিয়ার-সহ বেশ কয়েকটি স্কুলের নাম আদালতে উল্লেখও করা হয়। মিছিলের জেরে যানজটের আশঙ্কা থাকতে পারে বলেও জানায় রাজ্য। কিন্তু ধোপে টিকল না আর্জি। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পর্যবেক্ষণ করেন ক্যামাকস্ট্রিটে কোনও স্কুল নেই। এটা কোনও বিক্ষোভ সমাবেশ নয়, ওখানে কেউ বসবে না। তাঁরা মিছিল করে চলে যাবেন। তাঁদের মিছিল যাতে যেতে পারে, পুলিশ সেই ব্যবস্থা করবে।

মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিন শুভেন্দু অধিকারী। বলেন, “গ্রুপ-ডি-র মিছিলে ক্যামাকস্ট্রিটে দেখা হবে।” অপরদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এটা প্রশাসনিক বিষয় বলতে পারব না। সাধারণভাবে ক্যামাকস্ট্রিট দিয়ে কোনও মিছিল যায় না। এখন কেউ যদি তাঁর শয়নে-স্বপনে জাগরণে কারোর স্বপ্ন দেখতে শুরু করেন এবং চেষ্টা করেন তাঁর গুরুত্বের জন্য তাঁর পাশ থেকে যাওয়া যায় তাহলে তাদের ব্যাপার।”