কলকাতা : বঙ্গ বিজেপির সঙ্গে তথাগত রায়ের (Tathagata Roy) দ্বন্দ্ব নতুন নয়। বারবারই প্রকাশ্যে এসেছে সেই বিরোধিতা। তবে গতকাল উপ নির্বাচনে চার কেন্দ্রে বিজেপির ভরাডুবির পর যে ভাষায় তথাগত আক্রমণ শানিয়েছেন, তা নজিরবিহীন। বিজেপির (BJP) অন্তর্কলহ এতটাই প্রকট হয়েছে, যে তথাগতর সব পোষ্ট দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল। আলাদা করে আরএসএসের সদর দফতরেও পাঠানো হয়েছে সেই সব টুইট। তবে তাতেও নিরস্ত হলেন না বিজেপি নেতা তথা প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল তথাগত।
মঙ্গলবার উপ নির্বাচনের ফল প্রকাশের পর দুটি টুইট করেছিলেন তথাগত। তাঁর নিশানায় ছিলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিশানায় ছিলেন আর এক কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীও। পরে বুধবার ফের টুইট করলেন তথাগত। তিনি কেন এ ভাবে বিজেপি নেতাদের আক্রমণ করছেন, তার ব্যাখ্যা দিলেন টুইটে।
এ দিন তিনি টুইটে লিখেছেন, ‘আমি প্রকাশ্যে বিজেপি নেতাদের নিন্দা করেছি বলে কেউ কেউ মর্মাহত হয়েছেন। শুনে নিন। নির্বাচনের আগে প্রকাশ্যে একটি কথাও বলিনি। দলের ভিতরে বলেছি। কিন্তু নির্বাচনে ভরাডুবি হওয়ার পরে যখন দেখা গেল কোনও বিশ্লেষণের চেষ্টা নেই, উল্টে “৩ থেকে ৭৭” বলে নিজেদের পিঠ চাপড়ানো হচ্ছে, তখন বলতেই হল।’ উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পায় বিজেপি। তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল। হারের পর বিজেপি নেতারা বারবার সংবাদমাধ্যমে দাবি করেছেন, গত বিধানসভা নির্বাচনে ৩ টি আসন পেয়েছিল বিজেপি। সেখানে এবার বেড়ে ৭৭ হয়েছে। আদতে হার নয়, বিজেপির উত্তরন হচ্ছে বলেই ব্যাখ্য়া করেন গেরুয়া শিবিরের নেতারা। সেই ব্যাখ্যাকেই এ দিন কটাক্ষ করেছেন তথাগত।
মঙ্গলবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনে যখন বিজেপি পর্যুদস্ত হয়েছে। তিন কেন্দ্রে জামানত জব্দ হয়েছে। এই ফল সামনে আসার পরই দিলীপ ঘোষকে নজিরবিহীন ভাষায় কটাক্ষ করে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে নিশানা করেন তথাগত।
রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ঘরওয়াপসির পর সোশ্যাল মিডিয়ায় দলবদলুদের নিশানা করে ‘দালাল’ বলে পোস্ট করেছিলেন বর্তমান বিজেপির সহ সভাপতির দায়িত্বে থাকা দিলীপ ঘোষ। আর তাঁর সেই পোস্টকে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে কুরুচিকর আক্রমণ করলেন তথাগত। তিনি লেখেন, ‘দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন?…’ এর পর তথাগত যোগ করেন, ‘জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।’
এরপরই বিজেপি সব পোস্ট কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, তথাগতর সব পোষ্ট দিল্লিতে পাঠানো হয়েছে। আলাদা করে আরএসএস সদর দফতরেও পাঠানো হয়েছে।
আরও পড়ুন : ‘বাংলার অবস্থা চিনের মতো হয়ে যাবে’, উপনির্বাচনে ৪ গোল খেয়ে হারের ব্যাখ্যা দিলেন দিলীপ