‘শুধু নন্দীগ্রাম থেকে লড়ে দেখান’, মমতাকে ‘মেগা চ্যালেঞ্জ’ বিজেপি নেতাদের

নির্বাচন (West Bengal Assembly Eletion 2021) ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শুধুমাত্র নন্দীগ্রাম থেকে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি (BJP) নেতারা।

| Updated on: Feb 21, 2021 | 2:00 AM
কলকাতা: নির্বাচন (West Bengal Assembly Eletion 2021) ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 'চ্যালেঞ্জ' ছুড়ল বিজেপি (BJP)। ৯ নেতা মিলে এক সঙ্গে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আক্রমণে শান দিয়ে বলেছেন, তিনি যেন শুধুমাত্র নন্দীগ্রাম (Nandigram) থেকেই নির্বাচনে দাঁড়ান। বিজেপি বস্তুত চাইছে না, নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে এক সঙ্গে নেত্রী প্রতিদ্বন্দ্বিতা করুন। মমতা যদি শুধুমাত্র একটি আসনেই লড়েন, তবে গেরুয়া শিবির আত্মবিশ্বাসী যে তাঁকে হারিয়ে দিতে পারবে তারা। এই আত্মবিশ্বাসকে পাথেয় করেই বিরাট 'চ্যালঞ্জ' মুখ্যমন্ত্রী করা হয়েছে। চ্যালেঞ্জের তালিকায় রাজ্যের পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। শনিবার সকলেই একসুরে টুইট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেন শুধুমাত্র একটি আসন (নন্দীগ্রাম) থেকেই লড়েন।

কলকাতা: নির্বাচন (West Bengal Assembly Eletion 2021) ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 'চ্যালেঞ্জ' ছুড়ল বিজেপি (BJP)। ৯ নেতা মিলে এক সঙ্গে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আক্রমণে শান দিয়ে বলেছেন, তিনি যেন শুধুমাত্র নন্দীগ্রাম (Nandigram) থেকেই নির্বাচনে দাঁড়ান। বিজেপি বস্তুত চাইছে না, নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে এক সঙ্গে নেত্রী প্রতিদ্বন্দ্বিতা করুন। মমতা যদি শুধুমাত্র একটি আসনেই লড়েন, তবে গেরুয়া শিবির আত্মবিশ্বাসী যে তাঁকে হারিয়ে দিতে পারবে তারা। এই আত্মবিশ্বাসকে পাথেয় করেই বিরাট 'চ্যালঞ্জ' মুখ্যমন্ত্রী করা হয়েছে। চ্যালেঞ্জের তালিকায় রাজ্যের পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। শনিবার সকলেই একসুরে টুইট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেন শুধুমাত্র একটি আসন (নন্দীগ্রাম) থেকেই লড়েন।

1 / 10
টুইটে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় লেখেন, "বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে নিজেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্র থেকে তিনি জিতবেন, এমনটা সুনিশ্চিত হলে তবেই ঘোষণা করুন যে ওই কেন্দ্র থেকেই তিনি লড়বেন। পরে যেন মুখ্যমন্ত্রী কথার খেলাপ না করেন। নাহলে তিনি কী করবেন, তা জানা আছে।"

টুইটে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় লেখেন, "বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে নিজেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্র থেকে তিনি জিতবেন, এমনটা সুনিশ্চিত হলে তবেই ঘোষণা করুন যে ওই কেন্দ্র থেকেই তিনি লড়বেন। পরে যেন মুখ্যমন্ত্রী কথার খেলাপ না করেন। নাহলে তিনি কী করবেন, তা জানা আছে।"

2 / 10
বিজেপির আইটি সেলের ভারপ্রাপ্ত সর্বভারতীয় নেতা অমিত মালব্য নিজের টুইটে লেখেন, "মমতা নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি নিজের জয়ের বিষয়ে নিশ্চিত থাকেন, তবে তিনি ঘোষণা করুন যে তিনি শুধুমাত্র একটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাতে নিজের কথা থেকে তিনি সরে না আসেন।"

বিজেপির আইটি সেলের ভারপ্রাপ্ত সর্বভারতীয় নেতা অমিত মালব্য নিজের টুইটে লেখেন, "মমতা নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি নিজের জয়ের বিষয়ে নিশ্চিত থাকেন, তবে তিনি ঘোষণা করুন যে তিনি শুধুমাত্র একটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাতে নিজের কথা থেকে তিনি সরে না আসেন।"

3 / 10
কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্যও একই। তিনি লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচন লড়বেন বলে ঘোষণা করেছেন। কিন্তু, উনি বলেলনি উনি শুধুমাত্র এখান থেকেই মাঠে নামবেন। নিজের উপর আস্থা থাকলে উনি এটাও করে দেখান। নাহলে এটা ধরে নেওয়া হবে নন্দীগ্রামের উপর ওনার ভরসা নেই।"

কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্যও একই। তিনি লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচন লড়বেন বলে ঘোষণা করেছেন। কিন্তু, উনি বলেলনি উনি শুধুমাত্র এখান থেকেই মাঠে নামবেন। নিজের উপর আস্থা থাকলে উনি এটাও করে দেখান। নাহলে এটা ধরে নেওয়া হবে নন্দীগ্রামের উপর ওনার ভরসা নেই।"

4 / 10
প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা রাহুল সিনহা লিখেছেন, "মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এই কেন্দ্রে নিজের জয় সম্পর্কে তিনি নিশ্চিত হয়ে থাকেন তবে ঘোষণা করুন যে শুধু ঐ কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন। যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে আসতে না পারেন। নইলে তিনি কী করবেন জানা আছে।"

প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা রাহুল সিনহা লিখেছেন, "মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এই কেন্দ্রে নিজের জয় সম্পর্কে তিনি নিশ্চিত হয়ে থাকেন তবে ঘোষণা করুন যে শুধু ঐ কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন। যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে আসতে না পারেন। নইলে তিনি কী করবেন জানা আছে।"

5 / 10
তৃণমূল-ত্যাগী তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, "মমতা বন্দোপাধ্যায় যদি নন্দীগ্রাম কেন্দ্রে নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তবে তিনি ঘোষণা করুন যে তিনি শুধু নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন। যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে আসতে না পারেন। অন্যথা কী হবে তা আমাদের জানা আছে.."

তৃণমূল-ত্যাগী তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, "মমতা বন্দোপাধ্যায় যদি নন্দীগ্রাম কেন্দ্রে নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তবে তিনি ঘোষণা করুন যে তিনি শুধু নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন। যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে আসতে না পারেন। অন্যথা কী হবে তা আমাদের জানা আছে.."

6 / 10
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় লিখেছেন, "মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কেন্দ্রে নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তবে তিনি ঘোষণা করুন যে শুধু ঐ কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন। যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে  আসতে না পারেন। নইলে তিনি কী করবেন জানা আছে।"

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় লিখেছেন, "মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কেন্দ্রে নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তবে তিনি ঘোষণা করুন যে শুধু ঐ কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন। যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে আসতে না পারেন। নইলে তিনি কী করবেন জানা আছে।"

7 / 10
বারাকপুরের সাংসদ অর্জুন সিং লেখেন, "মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন। তিনি যদি এই কেন্দ্রে নিজের জয় সম্পর্কে এতটাই নিশ্চিত হয়ে থাকেন, তাহলে তিনি ঘোষণা করুন যে তিনি শুধু নন্দীগ্রাম কেন্দ্র থেকেই প্রার্থী হবেন, যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে না আসেন। নইলে তিনি কী করবেন সবার জানা।"

বারাকপুরের সাংসদ অর্জুন সিং লেখেন, "মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন। তিনি যদি এই কেন্দ্রে নিজের জয় সম্পর্কে এতটাই নিশ্চিত হয়ে থাকেন, তাহলে তিনি ঘোষণা করুন যে তিনি শুধু নন্দীগ্রাম কেন্দ্র থেকেই প্রার্থী হবেন, যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে না আসেন। নইলে তিনি কী করবেন সবার জানা।"

8 / 10
সাংসদ লকেট চট্টোপাধ্যায় টুইটে লিখেছেন, "বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হিসেবে যদি নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তিনি ঘোষণা করুন যে শুধু ঐ কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন, যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে আসতে না পারেন। অন্যথা তিনি কী করবেন জানা আছে.."

সাংসদ লকেট চট্টোপাধ্যায় টুইটে লিখেছেন, "বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হিসেবে যদি নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তিনি ঘোষণা করুন যে শুধু ঐ কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হবেন, যাতে পরে তিনি নিজের কথা থেকে সরে আসতে না পারেন। অন্যথা তিনি কী করবেন জানা আছে.."

9 / 10
বিজেপি নেতা অনুপম হাজরাও একই কথা লিখেছেন। "বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রাম কেন্দ্রে নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তিনি ঘোষণা করুন যে শুধু নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন, যাতে পরে তিনি নিজের এই বিষয়ে তার বক্তব্য অস্বীকার করতে না পারেন। অন্যথা তিনি কী করবেন তা অজানা নয়।" লেখেন তিনি।

বিজেপি নেতা অনুপম হাজরাও একই কথা লিখেছেন। "বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রাম কেন্দ্রে নিজের জয় সম্পর্কে নিশ্চিত হয়ে থাকেন, তিনি ঘোষণা করুন যে শুধু নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন, যাতে পরে তিনি নিজের এই বিষয়ে তার বক্তব্য অস্বীকার করতে না পারেন। অন্যথা তিনি কী করবেন তা অজানা নয়।" লেখেন তিনি।

10 / 10
Follow Us: