কলকাতা: নির্বাচন (West Bengal Assembly Eletion 2021) ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 'চ্যালেঞ্জ' ছুড়ল বিজেপি (BJP)। ৯ নেতা মিলে এক সঙ্গে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আক্রমণে শান দিয়ে বলেছেন, তিনি যেন শুধুমাত্র নন্দীগ্রাম (Nandigram) থেকেই নির্বাচনে দাঁড়ান। বিজেপি বস্তুত চাইছে না, নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে এক সঙ্গে নেত্রী প্রতিদ্বন্দ্বিতা করুন। মমতা যদি শুধুমাত্র একটি আসনেই লড়েন, তবে গেরুয়া শিবির আত্মবিশ্বাসী যে তাঁকে হারিয়ে দিতে পারবে তারা। এই আত্মবিশ্বাসকে পাথেয় করেই বিরাট 'চ্যালঞ্জ' মুখ্যমন্ত্রী করা হয়েছে। চ্যালেঞ্জের তালিকায় রাজ্যের পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। শনিবার সকলেই একসুরে টুইট করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেন শুধুমাত্র একটি আসন (নন্দীগ্রাম) থেকেই লড়েন।