Ashok Lahiri: রাজ্যের ঋণ লাফিয়ে বাড়ছে, স্থায়ী সমাধান খোঁজার পরামর্শ অশোক লাহিড়ীর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 29, 2022 | 5:53 PM

BJP in West Bengal: অশোক লাহিড়ী বলেন, "আয়ের ২৫ শতাংশ ঋণ রাখা যেত। রাজ্য সরকার তা আইন বদলে ৩৪.৫ শতাংশ ঋণ রাখা বৈধ করেছে।"

Ashok Lahiri: রাজ্যের ঋণ লাফিয়ে বাড়ছে, স্থায়ী সমাধান খোঁজার পরামর্শ অশোক লাহিড়ীর
বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : রাজ্য সরকারের কোষাগারের ভাঁড়ে মা ভবানি অবস্থা। আর এই নিয়েই মঙ্গলবার রাজ্যের শাসক দলকে একহাত নিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী (BJP MLA Ashok Lahiri)। পরিসংখ্যান তুলে ধরে দেখালেন, প্রত্যেক বছর রাজ্যের ঋণের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেইসঙ্গে অশোক লাহিড়ী আরও বলেন, “আয়ের ২৫ শতাংশ ঋণ রাখা যেত। রাজ্য সরকার তা আইন বদলে ৩৪.৫ শতাংশ ঋণ রাখা বৈধ করেছে। রাজ্য সরকারের আয়ের ৪৮ শতাংশ টাকা আসে কেন্দ্রীয় সরকারের দেওয়া খাজনার ভাগ। ঋণ থেকে আসে ৩৩ শতাংশ টাকা। ১৯ শতাংশ পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব নিয়ন্ত্রনাধীন আয়।”

তিনি আরও বলেন, “২০১৩-১৬ ছাড়া দেশের জিডিপির থেকে জিএসডিপির বৃদ্ধির হার অনেক কম। অন্য রাজ্যের থেকে পিছিয়ে বাংলা। পশ্চিমবঙ্গ হতাশ। মানুষকে উল্লসিত করতে চন্দ্রিমা ভট্টাচার্য ২০২১-২২ অর্থবর্ষে দেশের মধ্যে এগিয়ে বাংলা বলেছেন৷ কারণ বৃদ্ধির ১২.৮ শতাংশ। কিন্তু দেশের ৯ শতাংশ। এই উত্থানের পিছনে গল্প আছে অনেক। চাহিদা বাড়িয়ে অগ্রগতি বলছেন ওরা।” সেই সঙ্গে রাজ্যের ঋণের পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। বলেন, “২০২১ সালের মার্চের শেষের হিসেব অনুযায়ী রাজ্য়ের ঋণ ৪ লাৎ ৮১ হাজার ৯৯৯ কোটি টাকা। ২০২২ সালের মার্চের শেষে সেই ঋণের অঙ্ক বেড়ে হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৮৩৩ কোটি টাকা।”

সেই সঙ্গে তিনি রাজ্যের আর্থিক অবস্থার প্রসঙ্গে বলেন, “সরকারি প্রতিশ্রুতি মানে সবাই বিশ্বাস করবে। সরকার টাকা দিতে পারছে না, এরকম দৃষ্টান্ত আছে। যুগোশ্লোভাকিয়াতে এমন ঘটেছিল। মুকুল রায় পিএসি চেয়ারম্যান, তিনি বলতে পারবে। আমি তো আয় ব্যয়ের হিসেবও জানি না।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “অতীত নিয়ে ভেবে লাভ নেই। স্থায়ী সমাধান চাই। সরকারের আয় বাড়াতে হবে।” পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গেও মঙ্গলবার বিকেলে মুখ খোলেন তিনি। বললেন, “শেখরা সস্তায় দেবে না। ৮৫ শতাংশ আমদানি হয়। সস্তায় না কিনলে পয়সা দিচ্ছেন ক্রেতারা। গাড়ি যে চড়বে, তাকে টাকা দিতে হয়।”

আরও পড়ুন : Weather Update: দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা, তাপমাত্রা পৌঁছাবে ৪০-এর ঘরে

আরও পড়ুন : Governor Invites Mamata: অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই মমতাকে রাজ ভবনে আমন্ত্রণ ধনখড়ের

Next Article