Ashok Lahiri: মুখ্যমন্ত্রীকে গোপনে পরামর্শ দিতে প্রস্তুত, কিন্তু দলবদলের রাজনীতি চান না অশোকবাবু
Ashok Lahiri BJP: আগামী ৫ বছর বিজেপিতে থেকেই রাজ্য সরকারের গঠনমূলক বিরোধিতা করবেন বলে অশোকবাবু জানিয়েছেন।
কলকাতা: তিনি ‘জল্পনার শিকার’। প্রয়োজনে রাজ্য সরকারকে সাহায্য করতে প্রস্তুত। কিন্তু তৃণমূলে যোগ দিচ্ছেন না। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই বলতে শোনা গেল বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিজেপি (BJP) বিধায়ক অশোক লাহিড়ীকে (Ashok Lahiri)। বিগত কয়েকদিন যাবৎ এই বর্ষীয়ান বিধায়কের দলবদলের জল্পনা বিরাট আকার ধারণ করে। এমনকি এমনটাও শোনা যাচ্ছিল, রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় তৃণমূলে যোগ দিয়ে তাঁর জায়গায় অর্থমন্ত্রীর চেয়ার দেওয়া হতে পারে অশোকবাবুকে। তবে মঙ্গলবারের পর আপাতত সেই সমস্ত জল্পনায় জল তিনি নিজেই ঢেলে দিলেন বলা চলে। আগামী ৫ বছর বিজেপিতে থেকেই রাজ্য সরকারের গঠনমূলক বিরোধিতা করবেন বলে অশোকবাবু জানিয়েছেন।
শুধু রাজ্য রাজনৈতিক মহলে নয়। রাজ্যের বিধানসভার অলিন্দেও তাঁর দলবদলের জল্পনা পৌঁছে গিয়েছিল। সে কথা এ দিন নিজেই জানান অশোক লাহিড়ী। তিনি বলেন, “আজকেও বিধানসভায় আমাকে অনেকে জিজ্ঞাসা করলেন, কবে আমি তৃণমূলে যোগদান করছি? আমি খুব আশ্চর্য হয়েছি। এ বার আমের মরসুম ভাল ছিল। আমি বালুরঘাটে খুব ভাল আম খেয়েছি। তা সত্ত্বেও দেখেছেন বসন্তে কিছু আমের মুকুল এল, আবার ঝরে গেল। আমি ঝরা মুকুল নই। আমি একটা জল্পনার শিকার।” স্পষ্টত নিজের দলবদলের জল্পনা তো তিনি নস্যাৎ করেই দিয়েছেন, পাশাপাশি দলবদলু নেতা তথা পিএসি চেয়ারম্যান মুকুল রায়কেও মোক্ষম খোঁচাটা মেরেছেন।
তবে তৃণমূলে শামিল না হলেও যে কোনও ধরনের প্রয়োজনে তিনি যে রাজ্য সরকারকে সর্বদা সাহায্য করতে প্রস্তুত, সে কথাও জানিয়ে দিয়েছেন অশোক লাহিড়ী। এমনকি, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি তাঁর কাছে কোনও পরামর্শ চান, তবে যথাযথ গোপনীয়তা বজায় রেখেই সেই দিক থেকে তিনি সাহায্য করবেন বলে জানিয়েছেন। অশোকবাবুর কথায়, “বিরোধী দলের বিধায়ক হিসেবে আমি গঠনমূলক বিরোধিতা করতে চাই। সেই পরামর্শই আমি দেব, যেই পরামর্শে রাজ্যের মানুষের উন্নয়ন হবে। মাননীয়া মুখ্যমন্ত্রী যদি আমার কাছে কোনও পরামর্শ চান, যথাযথ গোপনীয়তা রক্ষা করে আমি তাঁকে সেই পরামর্শ দেব। কিন্তু সেটা বিজেপির বিধায়ক হিসেবে। আমি গয়ারামও নই, আয়ারামই নয়।”
গত কয়েকদিনে একের পর এক ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। প্রথমে দলত্যাগ করেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। এরপর একে একে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়-সহ আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও তৃণমূলে নাম লেখান। তৃণমূলে পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে, আরও অনেক বিধায়ক-সাংসদ দলবদলের লাইনে রয়েছেন। এই পরিস্থিতিতে অশোক লাহিড়ীর নাম নিয়েও জল্পনা উঠেছিল তুঙ্গে। তবে আজকের পর সেই সকল জল্পনা থমকে যেতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Dipsita Dhar on Kanhaiya Kumar: ‘কানহাইয়া পারলেন না’, একদা সতীর্থ ‘হাত’ ধরায় খেদ দীপ্সিতার