Darjeeling: হামরো পার্টির কাজের প্রশংসা বিজেপি সাংসদের, কী বার্তা দিতে চাইলেন তিনি?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 20, 2023 | 11:56 PM

দার্জিলিঙের পরিণতি নিয়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার আশঙ্কা একেবারে অমূলক নয়। তবে তিনি যেভাবে হামরো পার্টির কাজের প্রশংসা করলেন, তা পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Darjeeling: হামরো পার্টির কাজের প্রশংসা বিজেপি সাংসদের, কী বার্তা দিতে চাইলেন তিনি?
বিজেপি সাংসদ রাজু বিস্তার সাংবাদিক বৈঠক।

Follow Us

দার্জিলিং: ফের নয়া সমীকরণ পাহাড়ে! এবার দার্জিলিংয়ে হামরো পার্টির পাশে দাঁড়ালেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। জোশীমঠের পরিস্থিতি দার্জিলিঙে হতে পারে আশঙ্কা প্রকাশ করে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ। এপ্রসঙ্গেই হামরো পার্টির কাজের প্রশংসা করে তাদের সঙ্গে রাজ্য সরকার অনৈতিক আচরণ করেছে বলেও সরব হন রাজু বিস্তা।

জোশীমঠের পরিণতি দার্জিলিঙের হতে পারে আশঙ্কা প্রকাশ করে এদিন রাজু বিস্তা রাজ্য সরকারকে একহাত নেন। হামরো পার্টির পাশে দাঁড়িয়ে তাদের কাজের প্রশংসা করে সাংসদ বলেন, “আঞ্চলিক একটি দল দার্জিলিং পুরসভার দায়িত্ব পায়। শুরুতেই তারা বেআইনি ইমারত ভাঙার কাজ শুরু করেছিল। তারপরই রাজ্য সরকার প্রশাসনিক ক্ষমতাকে অপব্যবহার করে তাদের পুরসভা থেকে সরিয়ে দেয়।” দার্জিলিঙের যদি জোশীমঠের মতো পরিস্থিতি হয়, তাহলে তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে বলেও দাবি বিজেপি সাংসদের।

প্রসঙ্গত, দার্জিলিঙের পরিণতি নিয়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার আশঙ্কা একেবারে অমূলক নয়। তবে তিনি যেভাবে হামরো পার্টির কাজের প্রশংসা করলেন, তা পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কী পাহাড়ে অনীত থাপা ও তৃণমূলের বিপরীতে অজয় এডওয়ার্ডের হামরো পার্টিকে সঙ্গে নিয়ে নতুন সমীকরণ করতে চাইছেন বিজেপি সাংসদ? এমন প্রশ্নও উঠছে। যদিও এবিষয়ে সাংসদ বা শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, জোশীমঠের মতোই একেবারে হিমালয়ের কোলে অবস্থিত দার্জিলিং। ইদানিং যেভাবে দার্জিলিঙে নির্মাণকাজ হয়ে চলেছে, তা আগামী দিনে বড় কোনও বিপদ ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরাও। বিশেষত, জোশীমঠ বিপর্যয়ের পর দার্জিলিং নিয়ে আশঙ্কা আরও বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই বিজেপি সাংসদ সুকৌশলে অজয় এডওয়ার্ডের হামরো পার্টিকে বিশেষ কোনও বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Next Article