BJP On Mamata Banerjee: মহিলা মুখ্যমন্ত্রীর থেকে সামান্য সমবেদনাটুকুও আশা করা যায় না? প্রশ্ন বিজেপির

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 12, 2022 | 10:08 AM

BJP On Mamata Banerjee: দিলীপ ঘোষ বললেন, 'সামান্য সমবেদনাটুকু থাকবে না!'

BJP On Mamata Banerjee: মহিলা মুখ্যমন্ত্রীর থেকে সামান্য সমবেদনাটুকুও আশা করা যায় না? প্রশ্ন বিজেপির
মমতা প্রসঙ্গে কী বললেন দিলীপ? ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: হাঁসখালি ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এবার তীব্র নিন্দার ঝড় বিরোধী শিবিরে। বিজেপির বক্তব্য, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, তার কাছ থেকে এহেন মন্তব্য আশা করা যায় না। দিলীপ ঘোষ বললেন, ‘সামান্য সমবেদনাটুকু থাকবে না!’ সোমবারই আবার হাঁসখালির ঘটনার নেপথ্যে অন্য তত্ত্ব খাঁড়া করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁসখালির গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া, “পুলিশ এখনও বিষয়টাই জানতে পারেনি। এই যে বারবার দেখাচ্ছে, একটা বাচ্চা মেয়ে নাকি মারা গিয়েছে রেপড হয়ে। আপনি রেপড বলবেন? নাকি প্রেগন্যান্ট বলবেন? না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা ইনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে বলেছি এটা।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে তীব্র সমালোচনা তৈরি হয় বাংলায়।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “আমি যতটুকু খোঁজ পেয়েছি, মৃত্যু হয়েছে ৫ তারিখে, পুলিশ জেনেছে ১০ তারিখে। তাহলে বলুন, ৫ তারিখে যদি কারোর মৃত্যু হয়, আর তার মধ্যে যদি কোনওরকম কিন্তু থাকে, তাহলে ৫ তারিখেই অভিযোগ দায়ের হল না কেন? বডিটাকে পুড়িয়েও দিলেন!” মমতার সংযোজন, “আমি অ্যাজ অ্যা লে ম্যান বলছি, সবটা না জেনেও, প্রমাণটা পাবে কোথা থেকে? ধর্ষণ না প্রেগন্যান্ট ছিল, নাকি অন্য কোনও কারণ ছিল নাকি কেউ দুটো চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে… লভ অ্যাফায়ার্স তো ছিলই। বাড়ির লোকেরা, পাড়ার সবাই জানত। এখন যদি কোনও ছেলেমেয়ে কেউ কারোর সঙ্গে প্রেম করে, সেটা আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয়।”

অর্থাৎ বাংলায় ঘটে যাওয়া এক পৈশাচিক ঘটনার নেপথ্যে অন্য তত্ত্ব খাঁড়া করেন মুখ্যমন্ত্রী। তেমনটাই বলছেন বিরোধীরা। দিলীপ ঘোষও এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন, “মাননীয়া সব ব্যাপারে হালকা করে নেন এর ফলে তার প্রশাসনও বুঝে গিয়েছে, তার কিছু করার দরকার নেই।” ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আটক হয়েছে আরও কয়েকজন। কিন্তু বিরোধীদের প্রশ্ন, ডেথ সার্টিফিকেট ছাড়াই মেয়েটার দেহ দাহ করার দেওয়ার ক্ষেত্রে কি অভিযুক্তের বাবা অর্থাৎ প্রভাবশালী তৃণমূল নেতার  কোনও হাত ছিল না? তদন্ত কি এখানেই শেষ হয়ে যায়? দিলীপ ঘোষ বলেন, “যারা করছে তারা তাদের দলের সঙ্গে যুক্ত। এই ধরনের ঘটনা বন্ধ হবে বলে মনে হয় না। তবে বাংলার এক মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে সামান্য সমবেদনাটুকুও পাওয়া যাবে না, এমনটা আশা করা যায় না।”

হাঁসখালির ঘটনার রেশ কাটার আগেই রায়গঞ্জে এক ৮ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। সেই শিশুটির বাড়িতে দেখা করতে যায় বিজেপি প্রতিনিধি দল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী ভাষা এবং সহনশীলতা হারিয়েছেন। তার দলের শ্লোগান ছিল মা, মাটি, মানুষ। এক মহিলা মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের বক্তব্য কুরুচিকর।”

আরও পড়ুন: Raiganj Physical Assault Case: পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে রায়গঞ্জে নিগৃহীত সেই শিশুর বাড়িতে আজ বিজেপির প্রতিনিধি দল

Next Article