Sukanta Majumdar on Calcutta High Court: ‘আমার বিশ্বাস সুবিচার পাবই’, হাইকোর্টে হাজির সুকান্ত
Sukanta Majumdar on Calcutta High Court:এরপর পরবর্তীতে কসবাকাণ্ডের প্রতিবাদে নামেন সুকান্ত। গড়িয়াহাট মোড় থেকে কসবা থানা অভিযানের ডাক দেন তিনি। তবে পুলিশি বাধায় ততদূর যেতে পারেননি। সুকান্ত-সহ একাধিক বিজেপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে।

কলকাতা: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি-র রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে মামলা সুকান্তর। লালবাজারে সারারাত আটকে রাখার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের।
গত ১৯ জুন জখম হওয়া এক দলীয় কর্মীকে দেখতে ডায়মন্ড হারবার গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, কনভয় লক্ষ্য করে চলে হামলা। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। সুকান্তর দাবি, যে সময় তাঁকে হেনস্থা করা হয়েছিল সেই সময় উপস্থিত ছিলেন খোদ ডায়মন্ড হারবারের পুলিশ সুপার। কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাণ সংশয়ের আশঙ্কা করে এরপর তিনি রাজ্যের ও লোকসভার অধ্যক্ষদের চিঠিও লেখেন।
এরপর পরবর্তীতে কসবাকাণ্ডের প্রতিবাদে নামেন সুকান্ত। গড়িয়াহাট মোড় থেকে কসবা থানা অভিযানের ডাক দেন তিনি। তবে পুলিশি বাধায় ততদূর যেতে পারেননি। সুকান্ত-সহ একাধিক বিজেপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে।
এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার সুকান্ত মজুমদার পৌঁছন কলকাতা হাইকোর্টে। তিনি নিজে উপস্থিত থেকে মামলা দায়ের করেন। বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, পুলিশ কেন তাঁকে বারবার হেনস্থা করছে? শুধু মাত্র বিরোধী দল করার জন্যই কি এই হেনস্থা?
সুকান্ত বলেন, “পুলিশ অতিসক্রিয়। বারবার আমার মৌলিক অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। বেআইনিভাবে আটক করা হয়েছে। এর বিরুদ্ধেই আমি মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি। আমার বিশ্বাস আমি সুবিচার পাবই।”
