Gangasagar Mela: ‘রাজ্য সরকার চক্ষু লজ্জায় গঙ্গাসাগর মেলা বন্ধ করতে পারছে না’

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 04, 2022 | 7:49 PM

Sukanta Majumder: সুকান্ত মজুমদার বলেন, "মানুষের জীবনের গুরুত্ব বেশি। রাজ্য সরকার চক্ষু লজ্জায় গঙ্গা সাগর মেলা বন্ধ করতে পারছে না। তারা ২৫ ডিসেম্বর বন্ধ করেনি। কোভিড ছড়িয়েছে। এখন তাই গঙ্গা সাগর মেলা বন্ধ করতে চক্ষু লজ্জায় বাঁধছে।"

Gangasagar Mela: রাজ্য সরকার চক্ষু লজ্জায় গঙ্গাসাগর মেলা বন্ধ করতে পারছে না
গঙ্গাসাগরের মেলা নিয়ে সরকারকে তীব্র আক্রমণ সুকান্তর

Follow Us

কলকাতা: রাজ্যে করোনার সংক্রমণ মারাত্মকভাবে বাড়ছে। বিভিন্ন জায়গায় কড়াকড়ি করা হয়েছে। বেনিয়ম দেখলেই চলছে পুলিশি ধরপাকড়। কিন্তু ৭ জানুয়ারি থেকে শুরু হতে চলা গঙ্গাসাগরের মেলা (Gangasagar Mela) বন্ধ করার কোনও চিন্তাভাবনা আপাতত নেই রাজ্য প্রশাসনের। এই নিয়েই বিজেপি নেতৃত্ব কার্যত তুলোধনা করেছে রাজ্যের শাসক শিবিরের। রাজ্য সরকার ‘চক্ষু লজ্জায়’ গঙ্গা সাগর মেলা বন্ধ করতে পারছে না বলেই কটাক্ষ পদ্ম শিবিরের।

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (West Bengal BJP Chief Sukanta Majumder) মঙ্গলবার বলেন, “মানুষের জীবনের গুরুত্ব বেশি। রাজ্য সরকার চক্ষু লজ্জায় গঙ্গা সাগর মেলা বন্ধ করতে পারছে না। তারা ২৫ ডিসেম্বর বন্ধ করেনি। কোভিড ছড়িয়েছে। এখন তাই গঙ্গা সাগর মেলা বন্ধ করতে চক্ষু লজ্জায় বাঁধছে।”

বড়দিনের পর থেকে পরিস্থিতি ভয়াবহ

উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় যাওয়াকে কেন্দ্র করে কোভিড ছড়ানোর ইস্যুতে বিজেপিকে বিঁধেছে তৃণমূল শিবির। সেই প্রসঙ্গেও রাজ্যের শাসক দলকে পাল্টা দেন বঙ্গ বিজেপির সভাপতি। সুকান্তবাবু বলেন, “ত্রিপুরা আর বাংলার কোভিড পরিস্থিতি এক নয়। তৃণমূলকে আপাতত বাংলা নিয়ে ভাবতে বলুন। ২৫ ডিসেম্বরের পর এখানে পরিস্থিতি ভয়াবহ। বাংলার সরকারকে এটা নিয়ে ভাবতে বলুন।”

দলে কেউ ‘বিদ্রোহী’ নেই, মত সুকান্তর

বঙ্গ বিজেপির অভ্যন্তরে যে কোন্দলের বাতাবরণ তৈরি হয়েছে। তবে এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না সুকান্ত মজুমদার। মঙ্গলবার ঠাকুরনগরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক নিয়ে জোর চর্চা হয়েছে। তার উপর জয়প্রকাশ মজুমদারের সল্টলেকের বাড়িতে বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা কর্মী বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে বঙ্গ বিজেপি সভাপতির বক্তব্য, “আমাকে কেউ জানায়নি যে তাঁরা বিদ্রোহী। কেউ কারও বাড়ি যেতেই পারেন চা খেতে। যাঁরা গিয়েছেন, তাঁরা বলতে পারবেন। তবে দলের সিনিয়রদের উচিৎ জুনিয়রদের সাহায্য করা, তাঁর অভিজ্ঞতা দিয়ে । বৈঠক করা কোনও দল বিরোধী কাজ নয়। বিজেপি রাজ্য কমিটিতে মতুয়া সহ সমাজের সব অংশের প্রতিনিধিত্ব থাকবে।”

আরও পড়ুন: Corona Update: রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পার করল ৯০০০, কলকাতাতেই সংক্রমণ পাঁচ হাজারের দোরগোড়ায়

আরও পড়ুন : Gangasagar Mela: গঙ্গাসাগরে যাওয়ার আগে করোনা পরীক্ষা, আউটরাম ঘাটে থাকছে বিশেষ ব্যবস্থা

Next Article