Corona Update: রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পার করল ৯০০০, কলকাতাতেই সংক্রমণ পাঁচ হাজারের দোরগোড়ায়

Corona Update: গত কয়েকদিন ধরেই বাড়ছে সংক্রমণ। তবে মঙ্গলবার, সোমবারের তুলনায় একধাক্কায় তিন হাজার বেশি সংক্রমণ ধরা পড়ল রাজ্যে।

Corona Update: রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পার করল ৯০০০, কলকাতাতেই সংক্রমণ পাঁচ হাজারের দোরগোড়ায়
তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকেরা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2022 | 11:20 PM

কলকাতা : একদিকে যখন বাংলার চিকিৎসকেরা তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছেন, তখন বাংলায় বড়সড় লাফ দিল করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণ একধাক্কায় বেড়ে ৯ হাজার পেরিয়ে গেল মঙ্গলবার। শুধুমাত্র কলকাতাতেই নতুন আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার ছুঁইছুঁই। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। কলকাতাতেই মৃতের সংখ্যা ৫।

সোমবার স্বাস্থ্য দফতরের যে বুলেটিন প্রকাশ হয়, তাতে দেখা গিয়েছিল দৈনিক সংক্রমণের সংখ্যা ৬ হাজারের কিছু বেশি। সাধারণত রবিবার ছুটির দিন হওয়ায় টেস্ট তুলনামূলকভাবে কম হয়। সম্ভবত সেই কারণেই শনিবার ও রবিবার আক্রান্তের সংখ্যায় খুব বেশি হেরফের হয়নি বলেই অনুমান করা হয়। আর মঙ্গলবার একলাফে সেই সংক্রমণ বাড়ল অনেকটাই। এ দিন রাজ্যে মোট আক্রান্ত ৯০৭৩ জন ও কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪,৭৫৯ জন। বিশেষজ্ঞরা বারবার বলছেন, সাধারণ মানুষের সতর্কতার অভাবেই এই পরিস্থিতি। তারপরও অসতর্কতার ছবি দেখা যাচ্ছে বাসে-ট্রেনে সর্বত্র। তবে মঙ্গলবারের করোনার গ্রাফ বুঝিয়ে দিচ্ছে, এবার সত্যিই আরও বেশি সতর্ক হওয়ার সময় এসেছে।

সোমবার পজিটিভিটি রেট ছিল ১৯.৫৯ শতাংশ। আজ সেই হার কিছুটা কমেছে। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ১৮. ৯৬ শতাংশ। তবে শুধুমাত্র কলকাতার পজিটিভিটি রেট ৩৩ শতাংশের কিছু বেশি।

কোন জেলায় কত আক্রান্ত, একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-৪।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৬ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১০৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৩৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০৮ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার-৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৬ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ২,৮০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,৭৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১,৮৩২ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার-৫।

আরও পড়ুন : ‘করোনার সুনামির সঙ্গেও লড়তে প্রস্তুত’, মুম্বইয়ের প্রস্তুতি কেমন, জানালেন মেয়র