AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যুব মোর্চার বৈঠকে কথা কাটাকাটি, অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু বিজেপি নেতার

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে খবর সূত্রের।

যুব মোর্চার বৈঠকে কথা কাটাকাটি, অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু বিজেপি নেতার
ফাইল ছবি
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 11:26 PM
Share

কলকাতা: বিজেপির যুব মোর্চার বৈঠক চলাকালীন ঘটে গেল বড় দুর্ঘটনা। বৈঠকে কথা কাটাকাটির দরুন বিজেপি যুব মোর্চা সহ সভাপতি রাজু সরকার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে খবর সূত্রের।

হেস্টিংসের দফতরে দু’দিনের বৈঠক চলছিল যুব মোর্চার। সেই বৈঠকের শেষের উত্তেজিত বাক্য বিনিময় হয় এবং বাদানুবাদে জড়িয়ে পড়েন যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার। কিন্তু আচমকাই অসুস্থ বোধ করেন তিনি। সেই সময় তৎক্ষণাৎ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে কোনও শয্যা মেলেনি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বিজেপি সূত্রে খবর, দমদমের নাগেরবাজার এলাকার বাসিন্দা ছিলেন রাজু। তাঁর মৃত্যুতে যুব মোর্চায় নেমে এসেছে শোকের আবহ।

সূত্রের খবর, কীভাবে মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে হাসপাতালে হাজির হয়েছে পুলিশ। অন্যদিকে, যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ-ও হাসপাতালে গিয়ে পৌঁছন। তিনি রাজুর পরিবারের সঙ্গে কথা বলেন। বয়স খুব বেশি ছিল না রাজুর। বিজেপি রাজ্য সংগঠনের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন রাজু। বিজেপির যে কোনও কর্মসূচিতেও প্রথম সারিতে দেখা যেত এই মোর্চা নেতাকে। কিন্তু একটা নেহাতই অপ্রত্যাশিত ঘটনায় জীবনপ্রদীপ নিভে গেল এই যুবা নেতার। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। আরও পড়ুন: পেগাসাস নিয়ে গঠিত মুখ্যমন্ত্রীর কমিশন ‘বেআইনি’, পিএসি বৈঠকও বয়কট করল বিজেপি