AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পেগাসাস নিয়ে গঠিত মুখ্যমন্ত্রীর কমিশন ‘বেআইনি’, পিএসি বৈঠকও বয়কট করল বিজেপি

Suvendu Adhikari On Pegasus: মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান মনোনীত করার কারণেই এই সিদ্ধান্ত, সোমবারও সেটা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

পেগাসাস নিয়ে গঠিত মুখ্যমন্ত্রীর কমিশন 'বেআইনি', পিএসি বৈঠকও বয়কট করল বিজেপি
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 9:21 PM
Share

কলকাতা: প্রত্যাশা ছিলই, সেই মতো আগামী ৩০ জুলাই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক বয়কট করল বিজেপি। প্রথা ভেঙে মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান মনোনীত করার কারণেই এই সিদ্ধান্ত, সোমবারও সেটা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে পেগাসাস কাণ্ডে মুখ্যমন্ত্রীর গঠিত তদন্ত কমিশনকেও ‘বেআইনি’ আখ্যা দিয়েছেন তিন। ফলে আগামী ৩০ জুলাই বিধানসভায় যে শুভেন্দু ও মুকুলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল, সে গুড়ে আপাতত বালি।

শুভেন্দুর সাফ বক্তব্য, “তৃণমূল রুল ৩০২ লঙ্ঘন করেছে।” সেই কারণে বিজেপি আদালতের দ্বারস্থ হবে বলে এ দিন আবারও জানান তিনি। যদিও কবে আদালতে এই সংক্রান্ত মামলা করা হবে তা এখনও খোলসা করেননি শুভেন্দু। তিনি জানান, “আইনজীবীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বিজেপিও প্রস্তুত। সঠিক সময় এলেই আইনি পদক্ষেপ করা হবে। আমরা আত্মবিশ্বাসী, তৃণমূল বেআইনি কাজ করেছে। আইনি লড়াইটা আমরা করব।” অন্যদিকে আগামী ৩০ জুলাই হতে চলা পিএসি-র বৈঠক প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা ওই চেয়ারম্যানকে মানি না। আমি-সহ কেউ ওই চেয়ারম্যানকে স্বীকৃতি দিতে ওই বৈঠকে যাব না।”

ফোনে আড়িপাতা কাণ্ডে রাজ্য সরকারের তৈরি তদন্ত কমিশন নিয়েও এ দিন তোপ দেগেছেন শুভেন্দু। একে ‘আইনগতভাবে বেআইনি’ বলে অ্যাখ্যা দেন তিনি। এই ধরনের কমিশন গঠনের এক্তিয়ার শুধুমাত্র সংসদ এবং বিধানসভার রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। “এটা কোনও মুখ্যমন্ত্রী বা ক্যাবিনেট করতে পারে না। মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতিক গিমিক এবং প্রচারের জন্য এটা করেছেন। আর পশ্চিমবঙ্গে যত কমিশন গঠন করা হয়েছে, তার রিপোর্ট কেউ জানে না। এই সরকারের আমলে কোনও তদন্ত কমিটির রিপোর্টও প্রকাশ হয়নি। এটা কেবলই সস্তার রাজনীতি”, বলেন শুভেন্দু। আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে নয়া কেলেঙ্কারি! পাশ করাতে ৫০০ টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক