AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

C V Ananda Bose on SIR: বিএলও নিরাপত্তায় রাজ্যকে তিন দফা প্রস্তাব রাজ্যপাল বোসের

SIR in Bengal: এসআইআর নিয়ে শেষ শুনানি পর্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, 'বিএলও-রা নিরাপত্তাজনিত কোনও অস্বস্তিতে পড়লে, তারা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জানাতে পারে।

C V Ananda Bose on SIR: বিএলও নিরাপত্তায় রাজ্যকে তিন দফা প্রস্তাব রাজ্যপাল বোসের
রাজ্যপাল সিভি আনন্দ বোসImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Dec 12, 2025 | 3:26 PM
Share

কলকাতা: বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে তিন দফা প্রস্তাব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সম্প্রতি বিএলও নিরাপত্তা নিয়ে কমিশনকে পদক্ষেপ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কেন্দ্রের দায়বদ্ধতা রয়েছে বলেই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। এবার সেই একই ইস্যুতে সরব রাজ্য়পাল। বিএলওদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার লোকভবন তরফে একটি বিবৃতি জারি করে বিএলওদের নিরাপত্তার খাতিরে রাজ্যকে তিন দফা প্রস্তাব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই প্রস্তাব অনুযায়ী —

  • তৃণমূল স্তরে নিরাপত্তা প্রদান: বিবৃতিতে রাজ্য়পাল জানিয়েছেন যেহেতু বিএলও-রা গ্রাম থেকে শহর, সব স্তরে বুথ ভিত্তিক কাজ করেন, তাই জেলা প্রশাসনকে প্রতিটি বুথে উপযুক্ত নিরাপত্তা ব্য়বস্থা গড়ে তুলতে হবে।
  • পুলিশ নজরদারি: এনুমারেশন ফর্ম বিতরণ পর্বে রাজ্য় পুলিশকে প্রতিটি বুথে অন্তত বিএলওদের স্বার্থে যথাযথ পুলিশ কর্মী মোতায়েন করতে হত।
  • মৌলিক সুবিধা প্রদান: বিএলওরা দিবারাত্রী কাজ করেছেন। সেজন্য তাঁদের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা প্রদানে দায়িত্ব রাজ্যেরই।

বিএলও নিরাপত্তায় কী বলেছিল সুপ্রিম কোর্ট?

এসআইআর নিয়ে শেষ শুনানি পর্বে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘বিএলও-রা নিরাপত্তাজনিত কোনও অস্বস্তিতে পড়লে, তারা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ জানাতে পারে। বিএলওদের নিরাপত্তায় কমিশনকে অবশ্যই পদক্ষেপ করতে হবে। না হলে অরাজকতা তৈরি হতে পারে।’

শুধু তা-ই নয়, বিএলও নিরাপত্তায় ৪ঠা ডিসেম্বর রাজ্যগুলিকেও একাধিক নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। সুপ্রিম কোর্টে বিএলও প্রসঙ্গ উঠেছিল তামিল অভিনেতা বিজয়ের দল টিভিকের আবেদনে। তাদের দাবি ছিল, তামিলনাড়ুতে ৩০ থেকে ৪০ জন বিএলও-র মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর জন্য দায়ী অতিরিক্ত কাজের চাপ। অবশ্য, সেই অভিযোগ মানতে চায়নি কমিশন। সেদিন শীর্ষ আদালতেল পর্যবেক্ষণ ছিল, এসআইআর-এর কাজের জন্য যদি ১০ হাজার বিএলও নিয়োগ করা যেতে পারে, তা হলে ৩০ হাজার বিএলও নিয়োগ করাও সম্ভব। তাতে চাপ কমবে।