Body recovered in Kolkata: দু’দিন নিখোঁজ থাকার পর উদ্ধার অয়নের দেহ, বান্ধবীকে থানায় নিয়ে গেল পুলিশ
Body recovered in Kolkata: হরিদেবপুরের নেপালগঞ্জ সংলগ্ন এলাকায় তাঁর শেষ মোবাইল লোকেশন পাওয়া গিয়েছিল। কিন্তু তাঁর সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছিল না।
কলকাতা : ফের শহরে কেষ্টপুর-কাণ্ডের ছায়া। উদ্ধার হল নিখোঁজ যুবকের দেহ। দশমীর দিন থেকে কোনও খোঁজ ছিল না অয়ন মণ্ডল নামে ওই যুবকের। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা থেকে সেই যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। অয়নের বান্ধবী ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত মাগুরপুকুর পুলিশ ক্যাম্পের পাশ থেকে থেকে উদ্ধার হল হরিদেবপুরের নিখোঁজ অয়ন মণ্ডলের মৃতদেহ। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে ওই এলাকার একটি ফাঁকা জমিতে পড়েছিল তাঁর মৃতদেহ। পুলিশ সেই দেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। কলকাতা পুলিশ নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজনকে মগরাহাটের ওই ঘটনাস্থলে নিয়ে যায়। মৃতের পরিবার অয়নের দেহ শনাক্ত করে। অভিযুক্ত বান্ধবী এবং তাঁর বাবা ও মাকে হরিদেবপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠেছে।
অভিযোগ, ওই বান্ধবীর বাড়িতে যাওয়ার পর থেকেই অয়নের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই প্রথম থেকেই পরিবারের সন্দেহের তালিকায় ছিলেন ওই বান্ধবী। মৃতের কাকা কালীপদ মণ্ডল অভিযোগ করেছেন, যেহেতু দেহ পাওয়া গিয়েছে, তাই ওই যুবতীর পরিবারকে জনরোষের হাত থেকে বাঁচানোর জন্য থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে আসলে নিরাপত্তা দিচ্ছেন হরিদেবপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, দশমীর রাতে বান্ধবীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন অয়ন। ওই রাতে বন্ধুদের সঙ্গে ফোনে কথাও হয়েছিল অয়নের। রাত একটা নাগাদ এবং রাত তিনটের পরেও আরও একবার বন্ধুর সঙ্গে কথা হয়েছিল তাঁর। তারপর আর বাড়ি ফেরেননি অয়ন। হরিদেবপুরের নেপালগঞ্জ সংলগ্ন এলাকায় তাঁর শেষ মোবাইলের লোকেশন পাওয়া গিয়েছিল।
নিখোঁজ যুবকের পরিবার গত শুক্রবার দুপুরে লালবাজারে গিয়ে অভিযোগ জানায়। লালবাজারে যে মিসিং স্কোয়াড রয়েছে, সেখানে গোটা বিষয়টি জানানো হয়। এরপরই শুরু হয় তদন্ত। বান্ধবীর পরিবারকে সন্দেহ করা হলেও, অয়নের যে এ ভাবে মৃত্যু হয়েছে, তা ভাবতে পারেনি পরিবার।