Kolkata: কলা মন্দিরের সামনের রাস্তায় সুটকেস ঘিরে বোমাতঙ্ক, বাক্স খুলতেই মিলল…
Kolkata: জানা গিয়েছে, এজেসি বোস রোড, কলা মন্দির ক্রসিংয়ের বাসস্টপের পাশে পড়েছিল একটি স্যুটকেস। তা ঘিরেই ছড়ায় বোমাতঙ্ক। বাস স্টপের পাশের একটি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর চোখে পড়ে ওই সুটকেসটি। খবর দেওয়া হয় শেক্সপিয়ার সরণী থানার পুলিশ।
কলকাতা: জায়গায় প্যান্ডেল বাঁধার কাজ চলছে। কোথাও তো আবার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আর এক সপ্তাহ। তারপরই দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্ল্যানিং যখন চলছে ঠিক তার আগের মুহূর্তে খাস কলকাতায় ছড়াল বোমাতঙ্ক। ঘটনাস্থলে ডগ স্কোয়্যাড। বম্ব ডিসপোজাল স্কোয়্যাড।
জানা গিয়েছে, এজেসি বোস রোড, কলা মন্দির ক্রসিংয়ের বাসস্টপের পাশে পড়েছিল একটি স্যুটকেস। তা ঘিরেই ছড়ায় বোমাতঙ্ক। বাস স্টপের পাশের একটি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর চোখে পড়ে ওই সুটকেসটি। খবর দেওয়া হয় শেক্সপিয়ার সরণী থানার পুলিশ।
এরপরই ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে ডগ স্কোয়্যাড এবং বম্ব ডিসপোসাল টিম। তারা এসে পরিত্যক্ত সুটকেসটি পরীক্ষা করে দেখে। প্রথমে সুটকেসটি ভেঙে ফেলা হয়। এরপর তার ভিতর থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি ইটের টুকরো। সেই সঙ্গে কিছু পুরনো খবরের কাগজ। প্রত্যক্ষদর্শী মহম্মদ রেহান বলেন, “প্রায় আধ ঘণ্টা ধরে একটা কালো ব্যাগ পড়েছিল। পুলিশকে খবর দেওয়া হয়। বম্ব ডিসপোজাল স্কোয়্যাড আসে। তবে ভিতরে কিছু পাওয়া যায়নি।” নিরাপত্তারক্ষী বলেন, “আমি ডিউটিতে ছিলাম। সেই সময় দেখি ব্যাগটি পড়ে রয়েছে। আমরা গিয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে বম্ব স্কোয়্যাডকে খবর দেয়। কেউ মনে হয় দুষ্টুমি করে রেখে গিয়েছে।”