West Bengal News Today Highlights: মুড়িগঙ্গা নদীর ওপর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর, ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে শুভেন্দুর খোঁচা
Breaking News in Bengali Live Updates: কদিকে রাজ্য জুড়ে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, অন্যদিকে, বিজেপির সংকল্প যাত্রা। আজ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাহি স্নানের পরেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। মহাকাল মন্দিরের শিলান্যাস, উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রীর।

আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী বাংলায় যুযুধান পক্ষের একাধিক কর্মসূচি। একদিকে রাজ্য জুড়ে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, অন্যদিকে, বিজেপির সংকল্প যাত্রা। আজ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শাহি স্নানের পরেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। মহাকাল মন্দিরের শিলান্যাস, উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রীর।
LIVE NEWS & UPDATES
-
তৃণমূলের মঞ্চে শুভেন্দুর নামে স্লোগান নেতার, শোরগোল পূর্ব মেদিনীপুরে
- পিছনে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠানে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছিলেন জেলার ঘাসফুল শিবিরের নেতা। আর মমতার নামে স্লোগান দিতে গিয়ে একসঙ্গে শুভেন্দু অধিকারীর নামেও স্লোগান দিলেন ওই নেতা।
- বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর জেলায় এই ঘটনায় শোরগোল পড়েছে। ভাইরাল হয়েছে শুভেন্দুর নামে তৃণমূল নেতার স্লোগান দেওয়ার ভিডিয়ো। অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। আর এই স্লোগানকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে পদ্ম শিবির।
বিস্তারিত: মমতার সঙ্গে শুভেন্দুর নামে স্লোগান, মঞ্চ থেকে কী বললেন তৃণমূল নেতা? শোরগোল পূর্ব মেদিনীপুরে
-
SIR ইস্যুতে সুপ্রিম দুয়ারে মুখ্যমন্ত্রী
এসআইআর ইস্যুতে কী বললেন মমতা? দেখুন একনজের
- আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্য, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে… প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব।
- দরকার হলে সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করব। আমি মানুষের হয়ে কথা বলব। লইয়ার আছি। তবে আমি not as লইয়ার যাব।
- আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কথা বলতে পারি। কথা বলার অনুমতি নেব আর চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব তৃণমূলস্তরে কী চলছে।
- যতই চেষ্টা করো বিজেপি, মিলবে না কো জিলিপি।
-
-
ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে শুভেন্দু
ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে শুভেন্দুর বক্তব্য
- মুখ্যমন্ত্রীকে খোঁচা নিয়ে শুভেন্দু বলেন, আই প্যাককে লাগিয়ে ৬০ বছরের লোককে বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি এই নিয়মটা জানেন না। বার্থ সার্টিফিকেট এত বেশি বয়সে হয় না: শুভেন্দু
- উনি ডোমিসাইল সার্টিফিকেট দিতে চাইছেন। তাঁর আইনের বই পড়া উচিত। ১০ বছর না হলে সেই সার্টিফিকেট গ্রাহ্য নয়: শুভেন্দু
- আই প্যাকের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভোটার, মৃত ভোটার বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের তালিকায় রাখার চেষ্টা চলছে: শুভেন্দু
- দক্ষিণ ২৪ পরগনার দুর্নীতিগ্রস্ত জেলাশাসক সুমিত গুপ্তকে কলকাতা পৌরসভার কমিশনার বানিয়ে বরো ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান, তাহলে তো অবৈধ হবেই। নির্বাচন কমিশনের সফটওয়্যার অত্যন্ত আপডেটেড: শুভেন্দু
-
CEC-কে চিঠি শুভেন্দুর
- রবিবারই CEC জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত, ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ।
- রাজ্যের দাবি না মানলে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তার পাল্টা CECকে চিঠি দিয়েছেন রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, ভোটের জন্য ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন।
- এসআইআর স্থগিত করতে চেয়ে যে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, তাতেই প্রমাণ মিলছে।
-
মমতাকে শুভেচ্ছাবার্তা মোদীর
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সামাজিক মাধ্যমে মমতাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সুস্বাস্থ্যের কামনা করেছেন তিনি।

-
-
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস
- দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু।
- সোমবার গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- তারপর সেখানে গিয়েই এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। যা সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে গেলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে অপর প্রান্তে থাকা কচুবেড়িয়া হয়ে যাবে কয়েক মিনিটের পথ
- । ফলত গঙ্গাসাগরে যাওয়া পূর্ণ্যার্থী, পর্যটক ও সাগর দ্বীপের ৪৩টি গ্রামে বসবাসকারী মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।
-
CEO-র সঙ্গে বৈঠক কমিশনের
- ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। এসআইআর প্রক্রিয়া শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জল্পনা বাড়ছে।
- এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডাকল জাতীয় নির্বাচন কমিশন।
- বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগামিকাল (সোমবার) বৈঠকে বসছে কমিশন।
- সেই বৈঠকে অংশ নেবেন বাংলার সিইও।
-
উত্তরবঙ্গ সফরে মমতা
- মাস তিনেক আগে ঘোষণা করেছিলেন। এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ জানা গেল। মকরসংক্রান্তির পরই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- মহাকাল মন্দিরের শিলান্যাস করার জন্যই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর। ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি।
- ২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর বছরের শেষ লগ্নে নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- গত ২৯ ডিসেম্বর দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মমতা জানিয়েছিলেন, জানুয়ারিতেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস হবে।
Published On - Jan 05,2026 10:41 AM
