Brigade TMC: তৃণমূলের ব্রিগেড সভায় থাকছে র‍্যাম্প, জনসংযোগে নতুন চমক জনগর্জনে

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Mar 07, 2024 | 8:06 PM

TMC Brigade Rally: র‍্যাম্প মানেই একেবারে সামনে থেকে নেতা-নেত্রীদের দেখতে পারবেন উপস্থিত জনতা। বৃহস্পতিবার ব্রিগেডের প্রস্তুতি ঘুরে দেখতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "এই প্রথমবার এমন ব্যবস্থা হল।" আগামী ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা। ব্রিগেডের মাঠে এই সভা ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে।

Brigade TMC: তৃণমূলের ব্রিগেড সভায় থাকছে র‍্যাম্প, জনসংযোগে নতুন চমক জনগর্জনে
ব্রিগেডের মঞ্চের প্রস্তুতি চলছে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: তৃণমূলের সভায় এই প্রথমবার র‍্যাম্প। আগামী ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভা। ব্রিগেডের মাঠে এই সভা ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে। এরইমধ্যে খবর, এবারের ব্রিগেড মাঠের সভায় থাকবে ৩৩০ ফুট লম্বা এই র‍্যাম্প। এই র‍্যাম্প ধরেই মাঠে আসা তৃণমূল কর্মীদের কাছে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখবেন হেঁটে হেঁটেই। ওয়াকিবহাল মহলের মত, দর্শকাসনে থাকা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আরও বেশি করে জনসংযোগের লক্ষ্যেই এমন ব্যবস্থা রাখা হচ্ছে।

র‍্যাম্প মানেই একেবারে সামনে থেকে নেতা-নেত্রীদের দেখতে পারবেন উপস্থিত জনতা। বৃহস্পতিবার ব্রিগেডের প্রস্তুতি ঘুরে দেখতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “এই প্রথমবার এমন ব্যবস্থা হল।”

২০২৪-এর লোকসভা ভোটের আগে ব্রিগেডের ময়দান থেকে জনগর্জনের ডাক দিয়েছে তৃণমূল। ব্রিগেড থেকেই দিল্লির ক্ষমতাসীন দলকে বার্তা দিতে চায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ধর্মতলায় ব্রিগেডের সভা নিয়ে বলেছেন, জনগর্জনের সভাকে ‘রাজনৈতিক টর্নেডো’র স্থল করে তুলতে হবে। তৃণমূল সূত্র বলছে, ব্রিগেডের সভায় অনেক কিছু চমকই থাকবে। শুধু বক্তব্য বা বার্তাতেই না, মঞ্চের ধরনেও এবার চমক।

Next Article
Mukutmani Adhikari: মুকুটমণি বিজেপি ছাড়তেই শুভেন্দুর ‘অস্ত্র’ বধূ নির্যাতন, তরুণজ্যোতি সরব দলের ভূমিকা নিয়েই
Partha-Arpita: পার্থ-অর্পিতার সম্পর্কের গভীরতা কতটা? জামিন-মামলায় কোর্টরুমে উঠল প্রশ্ন