Central Force: উলুবেড়িয়ায় মহিলাকে জাপটে ধরে চুমু খাওয়ার অভিযোগ, বিবৃতি দিল BSF

Central Force: বিএসএফ আরও জানিয়েছে, অভিযোগ সামনে আসার পরই অবিলম্বে অভিযুক্ত কনস্টেবলকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিএসএফ জানিয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ওই ঘটনায়। দোষ প্রমাণিত হলে কনস্টেবলকে কঠোর শাস্তি দেওয়া হবে।

Central Force: উলুবেড়িয়ায় মহিলাকে জাপটে ধরে চুমু খাওয়ার অভিযোগ, বিবৃতি দিল BSF
কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2024 | 9:48 PM

কলকাতা: উর্দিধারী বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মহিলাকে অশ্লীল ইঙ্গিত দেওয়া, কুপ্রস্তাব দেওয়া, এমনকী আচমকা জাপটে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে উলুবেড়িয়ায়। হাতেনাতে তাঁকে ধরেও ফেলেন গ্রামবাসীরা। ভোটের মাঝে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা। লিখিত অভিযোগও দায়ের হয়েছে উলুবেড়িয়া থানায়। এবার সেই ঘটনায় বিবৃতি দিল বিএসএফ।

জানানো হয়েছে, বিএসএফ এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। বিএসএফের বক্তব্য, “বিএসএফ একটি পেশাদার বাহিনী এবং এর কর্মীদের দ্বারা শৃঙ্খলাভঙ্গ হচ্ছে, এমন কোনও কাজ সহ্য করা হবে না। বিএসএফ অত্যন্ত গুরুত্ব সহকারে নির্বাচনী দায়িত্ব পালন করছে। তাঁদের বিরুদ্ধে এমন কোনও আচরণের অভিযোগ উঠলে, অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”

বিএসএফ আরও জানিয়েছে, অভিযোগ সামনে আসার পরই অবিলম্বে অভিযুক্ত কনস্টেবলকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিএসএফ জানিয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ওই ঘটনায়। দোষ প্রমাণিত হলে কনস্টেবলকে কঠোর শাস্তি দেওয়া হবে।

উল্লেখ্য, শুধু উলুবেড়িয়া নয়, ভোটের ডিউটিতে গিয়ে জাঙ্গিপাড়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে। তাঁকে বেধে গ্রামবাসীরা মারধর করেন বলেও অভিযোগ। যেখানে ভোটারদের আশ্বস্ত করতে জওয়ান সর্বতোভাবে বদ্ধ পরিকর, সেখানে এই ঘটনায় তাঁদের একাশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।