কলকাতা: প্রেসিডেন্সি কলেজের বাংলা বিভাগের ছাত্র ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনীতির শুরুও সেই কলেজ থেকেই। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে প্রেসিডেন্সি। বিশ্ববিদ্যালয়ের তকমাও পেয়েছে। তবে আজও সেই প্রতিষ্ঠানে রয়ে গিয়েছে বুদ্ধবাবুর স্মৃতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ওই কলেজের ছাত্র ছিলেন, সেটা প্রায় ষাটের দশক। বাংলা পাঠচক্রের সক্রিয় সদস্যও ছিলেন তিনি।
সেই পুরনো রেজিস্টারের পাতা খুললেও আজও দেখা যাবে বুদ্ধবাবুর নাম। প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য থাকা ওই খাতায় ৮৭ নম্বরে ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। এছাড়া বাংলা পাঠচক্রের সদস্য হিসেবে ম্যাগাজিনের লেখাগুলিও রয়ে গিয়েছে।
বাংলা পাঠচক্রের সদস্য হিসেবে যে সব অনুষ্ঠানের আয়োজন করা হত, তার অন্যতম উদ্যোক্তা হিসেবে থাকতেন বুদ্ধবাবু। আর সেই কাজ করতে গিয়ে, কী কী খামতি থেকে গিয়েছিল, সে কথাও নিজে হাতেই লিখেছিলেন ম্যাগাজিনের পাতায়। সেই পত্রিকার অংশ আজও আছে প্রেসিডেন্সির আর্কাইভে।
‘আমাদের কথা’ শিরোনামে ওই লেখা লিখেছিলেন বুদ্ধবাবু। সেখানে তিনি স্বীকার করে নিচ্ছেন নিজেদের না পারা গুলো। এই নথিগুলোই প্রেসিডেন্সিতে রয়ে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতি হিসেবে। বাংলা বিভাগ বদলেছে অনেকটাই। রয়ে গিয়েছে বুদ্ধবাবুর নাম।