কলকাতা : জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) পর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসও দেখা করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির সঙ্গে। বুধবার বিকেলে সস্ত্রীক প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। জানা গিয়েছে এদিন ফুল ও মিষ্টির বাক্স নিয়ে বিচারপতির বাড়িতে গিয়েছিলেন আনন্দ বোস (CV Ananda Bose)। বিকেল সাড়ে ৫ টার কিছু পরে বিচারপতির বালিগঞ্জ রোডের বাড়িতে প্রবেশ করতে দেখা যায় রাজ্যপালকে। ঘণ্টা খানেক ভিতরে ছিলেন তাঁরা। পরে বেরনোর সময় দরজা পর্যন্ত এগিয়ে দিতে আসেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। কী কারণে এই সাক্ষাৎ, তা স্পষ্ট নয়। রয়েছে নানা জল্পনা।
ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, আইন সম্পর্কে কিছু জানতে চেয়ে থাকতে পারেন রাজ্যপাল। কেউ বলছেন, যেহেতু কিছুদিনের মধ্যে কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেবেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, তাই তার আগে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারছেন রাজ্যপাল আনন্দ বোস।
এর আগে জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বাড়িতে গিয়েছিলেন। একই ভাবে আনন্দ বোসকেও যেতে দেখা গেল এদিন। তবে প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের আগে কাউতে এভাবে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে দেখা যায়নি।
উল্লেখ্য, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টি এস শিবগ্ননমের নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। আগামী ৩০ মার্চ হাইকোর্টের প্রধান বিচারপতির অফিস ছাড়বেন প্রকাশ শ্রীবাস্তব। প্রায় দেড় মাস বাকি থাকতেই কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করে দিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। কলকাতা হাইকোর্টের আগে বিচারপতি শিবগ্ননম মাদ্রাস হাইকোর্টের বিচারপতি ছিলেন।