Calcutta club: ১০০ বছরে প্রথমবার মহিলা প্রেসিডেন্ট, ক্যালকাটা ক্লাব ঝেড়ে ফেলল পুরুষতান্ত্রিকতার ভূত
Calcutta club: নিজেদের যাবতীয় রীতি ভেঙে মহিলা প্রেসিডেন্ট বেছে নিল শতবর্ষ পুরনো ক্লাব। কস্তুরি রাহাকে বেছে নেন সদস্যরা। কলকাতার বাকি ক্লাবে কোথাও এখনো মহিলা প্রেসিডেন্ট নেই।

কলকাতা: ব্রিটিশ সময় থেকে আজ পর্যন্ত মহিলা সদস্য হলেও প্রেসিডেন্ট কেউ ছিলেন না। এই প্রথম ক্যালকাটা ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে একজন মহিলা নির্বাচিত হলেন। নিজেদের যাবতীয় রীতি ভেঙে মহিলা প্রেসিডেন্ট বেছে নিল শতবর্ষ পুরনো ক্লাব। কস্তুরি রাহাকে বেছে নেন সদস্যরা। কলকাতার বাকি ক্লাবে কোথাও এখনো মহিলা প্রেসিডেন্ট নেই।
বলা হয় জেন্টলম্যান ক্লাব। সেই ভদ্রলোকেদের ক্লাবে ভদ্রমহিলা প্রেসিডেন্ট হতে সময় নিল একশো বছরের বেশি। ঐতিহ্য ভেঙে ক্যালকাটা ক্লাব মুকুটে পরল নতুন পালক। এই প্রথম বেছে নেওয়া হল মহিলা প্রেসিডেন্টকে। কস্তুরি রাহা বলেন, “পাঁচ বছর ছাড়া ইলেকশনে দাঁড়ানো যায় না। তবে এটা ঐতিহাসিক মুহূর্ত। সকলের শুভ কামনা ছিল আমার সঙ্গে। তাই আমি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছি।”
তখন গোপাল কৃষ্ণ গান্ধী এ রাজ্যের রাজ্যপাল। ক্লাব সম্মান জানাতে আমন্ত্রণ জানালো তাঁকে। স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন তিনি। কিন্তু ক্লাবের নিয়ম মহিলারা কেউ সদস্য নন। কেমন লাগবে ইত্যাদি? শুনেই পত্রপাঠ বাতিল করলেন নিমন্ত্রণ।
সেই ধাক্কা সদস্যদের নতুন করে ভাবালো। ঠিক হল সদস্য হবেন মহিলারা। রুমা পালের মতো বর্ষীয়ান আইনজীবী ছিলেন সদস্য। কিন্তু তারপরেও কেটেছে এক দশক। তারপর কলকাতার ঐতিহ্যশালী শতবর্ষ ক্লাব পেল প্রথম মহিলা প্রেসিডেন্ট। ক্লাবের সদস্য জয়ন্ত মিত্র বলেন, “মহিলারা মেম্বার হওয়ার পর কমিটিতে দাঁড়ান। ছ বছর সাত বছর থাকার পর এই পদ্ধতিতে আসতে পারেন।”

