Loksabha Election-BJP: ‘এই ধরনের বিজ্ঞাপন দেওয়া যাবে না’, ভোটের মাঝে বিজেপিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 20, 2024 | 3:24 PM

Calcutta High Court on BJP: বিজ্ঞাপনের তারিখ উল্লেখ করে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। গত ৪, ৫, ১০ এবং ১২ মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন প্রকাশ করেছিল সেগুলি নিয়ে প্রশ্ন ওঠে।

Loksabha Election-BJP: এই ধরনের বিজ্ঞাপন দেওয়া যাবে না, ভোটের মাঝে বিজেপিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
বিজেপির বিজ্ঞাপন নিয়ে আদালতের নির্দেশ
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: সোমবার দেশে পঞ্চম দফার ভোট। আর তার মধ্যেই বিজ্ঞাপন নিয়ে বিজেপিকে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভোটের আগে সব দলই বিজ্ঞাপন দিচ্ছে সংবাদমাধ্যম সহ বিভিন্ন জায়গায়। সেই বিজ্ঞাপনে এবার বাধা! বিজেপির কয়েকটি বিজ্ঞাপন ঘিরে অভিযোগ উঠেছিল। সেই ধরনের বিজ্ঞাপন আর দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের করা এই মামলায় সোমবার এমনই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। অর্থাৎ বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিজ্ঞাপনের তারিখ উল্লেখ করে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। গত ৪, ৫, ১০ এবং ১২ মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন প্রকাশ করেছিল সেগুলি নিয়ে প্রশ্ন ওঠে। তৃণমূলের অভিযোগ ছিল, তৃণমূলকে নিশানা করতে গিয়ে বিজেপি রাজ্য সরকারকে আক্রমণ করেছে। বিচারপতির নির্দেশ, ওই ধরনের কোনও ‘আনভেরিফায়েড’ বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি।

বিচারপতি মন্তব্য করেন, বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল, তা নিয়ে যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা প্রয়োজন ছিল। এদিন শুনানিতে বিজেপির পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বিজেপিকে মামলা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে, এই মর্মে কোনও তথ্য আদালতে জমা দিতে পারেননি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা।

Next Article